বাংলা ভাগের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল

নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বিজেপির বাংলা ভাগের চেষ্টার বিরোধিতা করে প্রস্তাব আসছে বিধানসভায়। সরকারপক্ষের আনা প্রস্তাবের উপর আগামী সোমবার আলোচনা হবে। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওইদিন অধিবেশনের প্রথমার্ধে দু’ঘণ্টা বাংলা ভাগ করা বিষয়ে আলোচনা হবে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই আলোচনায় অংশ নেবেন বলে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের সূত্রে জানা গেছে।
সোমবার ভুটান পাহাড় থেকে নামা নদীগুলির পর্যবেক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে আনা প্রস্তাব নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বাংলা ভাগের প্রসঙ্গ টেনে আনেন । তিনি বলেন, ‘বিধানসভায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে রেজোলিউশন আনা হোক। বাংলা ভাগ নিয়ে বাংলার বাইরে গিয়ে আলোচনা করছেন মন্ত্রী-সাংসদরা। তাঁদের কিছু বলার থাকলে তাঁরা বাংলার বিধানসভায় দাঁড়িয়ে বলুন। ভোটাভুটি হোক। কার ভোট বেশি, কার ভোট কম তা গণতান্ত্রিকভাবে বিচার হয়ে যাক।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরই এদিন বিধানসভার কার্য উপদেষ্টা কমিটি বৈঠকে বসে। সেখানেই ঠিক হয়, আগামী সোমবার বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব এনে তা নিয়ে আলোচনা হবে রাজ্য বিধানসভায়। এই প্রসঙ্গে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘যেহেতু এরাজ্যের মানুষ বিজেপিকে বারবার ভোটে প্রত্যাখ্যান করেছে তাই রাজ্যকে দুর্বল করতে বাংলা ভাগ করার চক্রান্ত করা হচ্ছে। এই প্রস্তাব আনার উদ্দেশ্য যাতে বাংলার মানুষকে একটা বার্তা দেওয়া যায়, এই চক্রান্তের বিরুদ্ধে সবাই যাতে এক হতে পারে।’ প্রসঙ্গত, বাংলা ভাগের বিরুদ্ধে এই ধরনের প্রস্তাব রাজ্য বিধানসভায় এবার প্রথম নয়। গত বছর ফেব্রুয়ারি মাসেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এ ধরনের প্রস্তাব আনা হয়। এছাড়া গোর্খাল্যান্ড নিয়ে আন্দোলনের সময়ও একইভাবে বাংলা ভাগের বিরোধিতা করে প্রস্তাব এসেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + seventeen =