নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: কাঁকসার রেল কলোনি এলাকায় এক সিপিএম প্রার্থীর বাড়িতে মনোনয়নপত্র তুলে নেওয়া হুমকি ও বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুÜৃñতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কাঁকসার রেল কলোনি এলাকায়।
সিপিএম নেত্রী তথা কাঁকসা গ্রাম পঞ্চায়েতের বাম মনোনীত প্রার্থী দীপা মণ্ডলের অভিযোগ, সোমবার রাতে তাঁর বাড়িতে একদল দুÜৃñতী হামলা চালায়। তাঁকে প্রার্থীপদ প্রত্যাহারের জন্য নানান ভাবে হুমকি দেওয়া হয়। গভীর রাতে তিনি কাঁকসা থানায় এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার সকাল থেকেই কাঁকসার রেল কলোনি নতুন পাড়া এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়। যদিও সিপিএমের তোলা অভিযোগ অস্বীকার করেছেন কাঁকসা ব্লকের তৃণমূলের সহ-সভাপতি হিরন্ময় ব্যানার্জি। তিনি বলেন, ‘বাংলায় অবাধ গণতন্ত্র রয়েছে, যেজন্য কাঁকসা ব্লকে বামেরা ৯৯ শতাংশ মনোনয়নপত্র জমা করেছেন।’