নারায়ণগড় : শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের কসবা এলাকায় তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়ন গাথা’ কর্মসূচি ঘিরে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
কর্মসূচিতে যোগ দিতে এসে তৃণমূল বিধায়ক সূর্যকান্ত আত্তাকে ‘চোর, চোর’ স্লোগানে অভ্যর্থনা জানানো হয়। বিস্ময়করভাবে, এই স্লোগান তোলেন তৃণমূল কংগ্রেসেরই একাংশ কর্মী ও সমর্থক, যাঁদের হাতে দলের পতাকা দেখা যায়।প্রত্যক্ষদর্শীদের দাবি, বিধায়ক এলাকায় পৌঁছনোর সঙ্গে সঙ্গেই একদল কর্মী তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কর্মসূচির পরিবেশে ছেদ পড়ে।
নিরাপত্তার কারণে বিধায়ককে কিছুক্ষণের জন্য ঘিরে রাখা হয় বলে জানা গেছে।স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এলাকায় উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে অসন্তোষ জমে ছিল সেই ক্ষোভই এদিন প্রকাশ্যে আসে। যদিও রাজনৈতিক মহলের ধারণা ‘দলীয় অন্তর্দ্বন্দ্ব’ কারণে পুরো বিষয়টি ঘটেছে।

