কুণালের পর ইদ্রিসের কাছেও বিদ্ধ চিত্রশিল্পী শুভাপ্রসন্ন

এবার বিতর্কে শুভাপ্রসন্ন। তৃণমূলের অন্দরেই একাংশ তাঁকে নিশানা করছেন নানা ভাবে। এর শুরু ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিস দেশপ্রয় পার্কে সেই মঞ্চ থেকেই। সেদিন বাংলা ভাষায় ‘দাওয়াত’ ও ‘পানি’র মতো শব্দগুলির ব্যবহারে আপত্তির কথা শুনিয়েছিলে শুভাপ্রসন্ন। তথাকথিত তৃণমূলপন্থী বুদ্ধিজীবী শুভাপ্রসন্নের এই মন্তব্যে তখনই আপত্তি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। পরে শুভাপ্রসন্ন এই প্রসঙ্গে জানান, মুখ্যমন্ত্রী ‘রাজনৈতিক অসুবিধার’ কারণে ওই আপত্তি জানিয়েছিলেন। তবে শুভাপ্রসন্ন যা বলছেন সেই অবস্থান থেকে তিনি একটুও নড়বেন না। আর এই মন্তব্যের থেকেই শুরু হয় যাবতীয় বিতর্ক। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বৃহস্পতিবার কড়া ভাষায় আক্রমণ শানান শুভাপ্রসন্নকে। বলেন, তিনি অত্যন্ত বাড়াবাড়ি করছেন। শুভাপ্রসন্নের কোনও কমিটির পদ বা জমি লাগবে কি না, সেই বিষয়টি দলের খোঁজ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তৃণণূল মুখপাত্র।

এরপরই আরও এক ধাপ এগিয়ে তৃণমূলের অপর এক বিধায়কের নিশানায় এবার শুভাপ্রসন্ন। ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি টিত্রশিল্পী শুভাপ্রসন্নকে বিদ্ধ করে শুক্রবার জানান, ‘উনি কাক এঁকে বড় শিল্পী হয়েছেন। আমি মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে না এলে ওনাকে কেউই চিনত না। আমি আজও চ্যালেঞ্জ করে বলতে পারি, শুভাপ্রসন্নবাবুকে বাংলার মানুষ ক’জন চেনেন? ভগবানগোলার দশজন মানুষও চেনেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিলে, ওনার আর কোনও দাম আছে বলে আমি মনে করি না। ওরকম কাক এঁকে শিল্পী অনেক আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে না এলে উনি তলিয়ে যাবেন।’ পাশাপাশি ইদ্রিস আলি এদিন শুভাপ্রসন্নকে বিদ্ধ করে এও জানান, ‘শুভাপ্রসন্ন বাঙালি মুসলমানদের অপমান করেছেন। তাঁর ক্ষমা চাওয়া উচিত বলেও মনে করছেন বিধায়ক।’ এরপরই প্রশ্ন ওঠে শুভাপ্রসন্ন যদি ক্ষমা না চান, তাহলে তৃণমূলের উচিত কি না তার সঙ্গে দূরত্ব তৈরি করা তা নিয়েও। তবে এই প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে যান বিধায়ক ইদ্রিস আলি। বিষয়টি দলের সিদ্ধান্তের উপরেই ছেড়ে দেন তৃণণূলের এই বিধায়ক। তবে কুণাল ঘোষের আক্রমণের পর ইদ্রিস আলির এই ভাষায় শুভাপ্রসন্নকে আক্রমণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =