ট্রফির হাতছানির মাঝেও সবুজ-মেরুন স্বপ্নে বিভোর তিলোত্তমা

নতুন মরসুমের শুরুতেই ফের ট্রফি জয়ের সামনে মোহনবাগান। গত বছর মরসুমের শুরুতেই চিরশত্রু ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় সবুজ-মেরুন ব্রিগেড। এরপর আইএসএলে লিগ শিল্ড জেতেন শুভাশিসরা। এবছর এএফসি এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু-র মূলপর্বেও খেলবে মোহনবাগান। সেই মতো এবছরও বেশ শক্তিশালী দল তৈরি করেছে মোহনবাগান সুপার জায়েন্ট। গত বছরের মতোই এবারও দুরন্ত ফর্মে সবুজ-মেরুন ব্রিগেড। সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ০-২ গোলে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করেন পেত্রাতোসরা। শনিবার ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সামনে মোহনবাগান।

শহর জুড়ে এখন প্রতিবাদের ঝড়। আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব আট থেকে আশি। মাঠেও আছড়ে পড়ছে প্রতিবাদের ঝড়। সেমিফাইনালে টিফোর মাধ্যমে হাতে হাত রেখে বিচারের দাবিতে সরব হয়েছেন সমর্থকরা। সবুজ-মেরুনের সঙ্গে মিশে গিয়েছে লাল-হলুদ, সাদা-কালো। দোষীর শাস্তির দাবিতে অনড় এই রাজ্য। এই আবহেই ডুরান্ড কাপের মেগা ফাইনাল। মোহনবাগান সমর্থকরাও ট্রফির গন্ধ পাচ্ছেন। যদিও প্রতিবাদের বারুদ এখনও মজবুত সমর্থকদের হৃদয়ে।

১৮ বারের জন্য ডুরান্ড কাপ জয়ের সুযোগ মোহনবাগানের সামনে। শতাব্দীপ্রাচীন এই টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ডও রয়েছে সবুজ-মেরুনের দখলে। যুবভারতীতে ম্যাচ হলেও, হোম অ্যাডভান্টেজের কথা মানতে নারাজ বাগান কোচ হোসে মোলিনা। নর্থ ইস্টকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তিনি। বলছেন, মাঠে খেলা হবে এগারো বনাম এগারোর। স্বীকারও করছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যথেষ্ট শক্তিশালী দল। বাগান তারকা ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট হাইভোল্টেজ ফাইনালে মাঠে নেমে দলকে জেতাতে মুখিয়ে। দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস, গ্রেগ স্টুয়ার্ট সমৃদ্ধ মোহনবাগান দল বেশ শক্তিশালী। দেশিয় লিস্টন কোলাসো, মনবীর সিংরাও ফর্মের শিখরে। শুভাশিস বসুকে সংশয় থাকলেও, মোলিনা অবশ্য বলছেন বাগান অধিনায়ক ফাইনালের জন্য একেবারে ফিট।

অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কোচও পাল্টা হুঙ্কার দিয়ে রাখছেন। বলছেন, তাঁরা কলকাতায় ঘুরতে আসেননি। মরোক্কান ফুটবলার মহম্মদ আলি বেমামের, আলেদিন আজারিরা প্রস্তুত ট্রফি নিয়ে কলকাতা ছাড়তে। মিকায়েল জাবাকো, নেস্তর রজারের মতো স্প্যানিশ ফুটবলাররাও আছেন নর্থ ইস্টে। এছাড়া জিথিন এমএস, পার্থিব গগৈ, থই সিংয়ের মতো দেশিয় ফুটবলাররাও তৈরি মোহনবাগানের ঘুম কাড়তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − thirteen =