প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কড়া নজরদারি দমদম বিমানবন্দরে

বৃহস্পতিবার গোটা দেশজুড়ে চলছে ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি। এই বিশেষ দিনের কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে দেশজুড়ে। তার মধ্যে রয়েছে কলকাতাও। কড়া নজরদারি চালানো হচ্ছে দমদম বিমানবন্দরেও। বিমানবন্দরে চেক ইন-চেক আউট, টার্মিনাল সহ বিভিন্ন এলাকায় চলছে কড়া নজরদারি। সূত্রে খবর, কলকাতা বিমানবন্দরে নিরাপত্তার কারণে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।এদিকে বিমানবন্দর সূত্রে খবর,  প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তা  কঠোর রাখতে ভিজিটর পাসও ইস্যু করা হচ্ছে না। সঙ্গে সব বিমানবন্দর প্রবেশকারী যাত্রীদের সব ব্যাগও এখন কেন্দ্রীয় বাহিনীর স্ক্যানারের তলায়।

বিমানবন্দর সূত্রে খবর, বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় চলাচলকারী গাড়িগুলির ওপর বাড়তি নজরদারি চালানো হয় বুধবার সকাল থেকেই। কোথায় কোনও অপ্রীতিকর কোনও ঘটনা যাতে না ঘটে সেই বিষয় কড়া সতর্কতাও নেওয়া হয়েছে। ব্যক্তিগত গাড়ি যা এয়ারপোর্ট চত্বরে আসছে তাও থামিয়ে চলছে তল্লাশি। বিমানবন্দরের পার্কিং এলাকাতেও তল্লাশির জন্য বাড়তি বাহিনী মোতায়েন করা হয়। এমনকী ডগ স্কোয়াডকেও সেখানে নিয়ে আসা হয়। সঙ্গে মোতায়েন করা হয়েছে, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, উভয়ের তরফে কুইক রেসপন্স টিমও।

এদিকে কলকাতা বিমানবন্দর সূত্রে আরও জানানো হয়েছে, বিমানবন্দরের কর্মকর্তারা আগেই অন্তর্দেশীয় যাত্রীদের বিমানের সময়ের তিন ঘণ্টা ও আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে ৪ ঘণ্টা আগে বিমানবন্দের আসার পরামর্শ দিয়েছিলেন। কারণ, বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের জন্য বাড়তি সময় লাগার সম্ভাবনা। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে আগামী ৩১ জানুয়ারি অবধি বিমানবন্দরে এই বিশেষ নিরাপত্তা বজায় থাকবে।এদিকে প্রত্যেকদিনই কলকাতা বিমানবন্দরে অসংখ্যা কার্গো বিমান ওঠানাম করে। কার্গো বিমানের ওঠানামার এলাকাতেও কড়া নজরদারি চালানো হচ্ছে। বিধাননগর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথাভাবে বিমানবন্দের নজরদারি চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =