গত তিন মাস আগে ভাতারের এরুয়ার গ্রামের বাসিন্দা মেজো ভাই ইব্রাহিম শেখ, সেজো ভাই আলমাস শেখ, ছোট ভাই আসরাফুল শেখ রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন কেরলের তিরুলে। গত সোমবার সন্ধ্যায়, মেজো ভাই ইব্রাহিম শেখ বাথরুমে গেলে পায়খানার চেম্বারে তার পকেটে থাকা মানি ব্যাগ পড়ে যায়। যখন তিনি জানতে পারেন যে তাঁর মানি ব্যাগ চেম্বারে পড়ে গিয়েছে, অপর দুই ভাইকে তিনি বিষয়টি জানান। চেম্বারে ঢাকনা খুলে সেই টাকা উদ্ধার করতে গেলে কোনও কারণবশত সেজো ভাই ও ছোট ভাই পায়খানার চেম্বার পড়ে যান। মেজো ভাই বিষয়টি অন্যান্য ছেলেদেরকে বলেন। পরে স্থানীয় থানার পুলিশ এসে তাদেরকে ওই চেম্বার থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
গত মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্ত হয়। কিন্তু প্লেনে আনার সমস্যা থাকার জন্য দুই ভাইয়ের মৃতদেহ আনতে হয় অ্যাম্বুল্যান্সে। যার জন্য তিনদিন সময় লেগে যায় মৃতদেহ গ্রামে নিয়ে আসতে। মৃতদেহ গ্রামে পৌঁছতেই বৃহস্পতিবার ভাতারের এরুয়ার গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দা শেখ মেহের জানান, এরকম ঘটনা আগে কখনই ঘটেনি তাদের এরুয়ার গ্রামে। একই সঙ্গে দুই ভাই এই ভাবে মারা যাবে তা তারা কল্পনাও করতে পারেননি বলে জানান তিনি।