পয়লা বৈশাখে তিন বাংলা ছবির জোর টক্কর!

পয়লা বৈশাখ মানেই বাংলার নতুন ছবি মুক্তি পাবে, এটাই গত কয়েকবছরের ট্রেন্ড। করোনাকালে ট্রেন্ড ব্রেক হলেও, নতুন করে পয়লা বৈশাখ উপলক্ষে তিনটি বাংলা ছবি মুক্তি পেয়েছে এই বছরে।

পুরনো বছরের শেষ দিনে মুক্তি পেয়েছে, অনির্বাণ-সুহত্র-সোমকদের ‘দ্য একেন-রুদ্ধশ্বাস রাজস্থান’।অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘লাভ ম্যারেজ’ রয়েছে ছবির তালিকায়। আছে প্রসেনজিতের ‘শেষ পাতা’।

গত শুক্রবার বাংলা বছরের শেষের দিনে মুক্তি পেয়েছে তিনটি ছবি।

দ্য একেন-রুদ্ধশ্বাস রাজস্থান- একেন বাবু  ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয়তা পাওড়ার পর এখন বড়পর্দায়।ওটিটি-র পাশাপাশি বড় পর্দাতেও যথেষ্ট প্রশংসিত একেনবাবুর গল্প। গোয়েন্দ চরিত্র একেনে নতুন করে মজেছে বাঙালি। বড় পর্দায় একেনবাবুর দ্বিতীয় সিনেমা এসভিএফ প্রযোজিত ‘দ্য একেন-রুদ্ধশ্বাস রাজস্থান’-এর শো সংখ্যা বুক মাই শো-তে ১১০। অ্যাডভান্স বুকিং খোলার সঙ্গে সঙ্গেই একাধিক হলে ফাস্ট ফিলিং দেখা গিয়েছিল সপ্তাহান্তের শোগুলিতে। নন্দনেও জায়গা পেয়েছে এই ছবি, সেখানো তো অনলাইনে শুক্রবার, শনিবারের টিকিট সব শেষ। নববর্ষের দিন অজন্তা,অশোকা, নবীনা, প্রিয়ার মতো সিঙ্গল স্ক্রিনের শো ‘অল-মোস্ট ফুল’। বেশ কিছু মাল্টিপ্লেক্সেও টিকিটের চাহিদা তুমুল। সব মিলিয়ে এই ছবি দেখতে আগ্রহী বাঙালি তা স্পষ্ট।

 

লাভ ম্যারেজ- অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির প্রেমের ছবি লাভ ম্যারেজ। অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক ও অপরাজিত আঢ্য। প্রেমেন্দু বিকাশ চাকী অভিনীত এই ছবির প্রচারে কোনও খামতি রাখেননি জুটি। রিয়েল-রিল মিলেমিশে একাকার। ‘ম্যাজিক’-এর পর দ্বিতীয়বার রূপোলি পর্দায় একসঙ্গে এই জুটি। বুক মাই শো-তে এই ছবির শো সংখ্যা মাত্র ৪৩! দুর্ভাগ্যবশত এখনও পর্যন্ত শুক্রবার বা শনিবার পয়লা বৈশাখের দিন এই ছবির কোনও শো-ই ‘ফাস্ট ফিলিং’-এর আওতাতেও নেই বুক মাই শো’তে। বাবা-ছেলের সম্পর্কের সমীকরণ, বিবাহ-বিভ্রাট, নিখাদ প্রেম আর বাঙালিয়ানায় ভরা গল্প ‘লাভ ম্যারেজ’।

 

শেষ পাতা- চল্লিশের দশকের হ্যান্ডসাম পরিচালক-প্রযোজকের ইমেজ ভেঙে নতুন বাংলা বছরের আগের দিন নিয়ে হাজির টলিউড ‘ইন্ডাস্ট্রি’। পরিচালনায় অতনু ঘোষ। বক্স অফিসকে লক্ষ্য করে তৈরি নয় এই ছবি, সে কথা নিজের মুখেই জানিয়েছেন অভিনেতা। এর আগে অতনু ঘোষের সঙ্গে ‘ময়ূরাক্ষী’, ‘রবিবার’-এর মতো ছবিতে কাজ করেছেন বুম্বাদা। এই ছবিটিও আগের দুই ছবির মতোই জটিল মনস্তত্বের গল্প বলছে। একটি বিশেষ শ্রেণির দর্শকদের জন্য তৈরি এই ছবি। বুক মাই শো-তে ‘শেষ পাতা’র শো সংখ্যা মাত্র ৩৯! শুক্রবার দু-টো মাল্টিপ্লেক্সে এই ছবির শো ‘অল-মোস্ট ফুল’।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − three =