অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন তিন মার্কিন অর্থনীতিবিদ। তাঁরা হলেন বেন এস বেরনানকে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডাইভিগ। ব্যাংক ও অর্থনৈতিক বিপর্যয় বা মন্দা মুক্তি সংক্রান্ত বিষয়ে বেনজির গবেষণার জন্যই এই সম্মান দেওয়া হয়েছে তাঁদের। এ কথা জানানো হয়েছে সুইডিশ অ্যাকাডেমির তরফে।
পদার্থবিদ্যা, রয়াসন, সাহিত্য ও শান্তির পর সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। বলে রাখা ভাল, ২০২১ সালে অর্থনীতিতে অবদানের জন্য তিনজন মার্কিন অর্থনীতিবিদ– ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংরিস্ট এবং জি ডব্লিউ ইমবেনসকে নোবেল সম্মান দেওয়া হয়েছিল। এই বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে কমপক্ষে এক ডজন অর্থনীতিবিদের নাম ছিল। কিন্তু মন্দা মুক্তি ও ব্যাংক পরিষেবা সংক্রান্ত গবেষণার দরুণ এই পুরস্কার পেলেন তিন মার্কিন গবেষক।
প্রসঙ্গত, আশির দশকের গোড়ার দিক থেকেই তিন অর্থনীতিবিদ তাঁদের গবেষণার মাধ্যমে,আর্থিক সংকট মোকাবিলার ব্যাংকের বহুমুখী ভূমিকা সম্পর্কে আলোকপাত করেছেন। ২০২১ সালেও অর্থনীতিতে নোবেল পুলস্কার পেয়েছিলেন আমেরিকার তিন অর্থনীতিবিদ— ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেনস।