ফের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি

ফের হত্যার হুমকি দেওয়া হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath)। তাঁকে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একাধিক দল গঠন করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লখনউ (Lucknow) শহরে। হুমকি আসার পরই যোগীর নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।

মঙ্গলবার উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, গত ২ অগস্ট উত্তরপ্রদেশ পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ হটলাইন নম্বরে (UP Police WhatsApp Hotline Number) যোগীকে হুমকি দিয়ে একটি মেসেজ আসে। জনৈক শাহিদ ওই হুমকি দেয়। সে বোমা বিস্ফোরণে মুখ্যমন্ত্রীকে হত্যা করার হুঁশিয়ারি দেয়। আগামী ৩ দিনের মধ্যে এই বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে। গোটা ঘটনায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে লখনউতে।

উল্লেখ্য, আগেও একাধিকবার হত্যার হুমকি পেয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =