মাওবাদীদের নাম করে টাকা তোলার অভিযোগে বাঁকুড়া থেকে দু’জন সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে বেলপাহাড়ি থানার পুলিশ। এক সপ্তাহ আগে বেলপাহাড়ির এক হোটেল ব্যবসায়ীকে ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে দশ লক্ষ টাকা চাওয়ার অভিযোগে পুলিশ বর্ধমান থেকে দেবীপ্রসাদ সরকার এবং তার ছেলে অনুপম সরকারকে গ্রেপ্তার করেছিল। পরে সেই মামলার তদন্তে অরূপ পাল নামে আর একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বেশ কিছু তথ্য পায়। সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশ বাঁকুড়া থেকে দু’জন এবং বেলপাহাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করে। শুক্রবার তাদের ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলপাহাড়ির বাসিন্দা ভোলানাথ মাহাতোকে ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে ১০ লক্ষ টাকা চাওয়া হয়। ভোলানাথ পঞ্চাশ হাজার টাকা অন লাইনে ট্রান্সফারও করেন অনুপমের অ্যাকাউন্টে। এরপরেও হুমকি চলতে থাকে। ৯ ফেব্রুয়ারি ভোলানাথ মাহাতো বেলপাহাড়ি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে।
মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তদন্তের জাল গোটায় পুলিশ। এর পিছনে বড় কোনও চক্র রয়েছে বলে ঝাড়গ্রাম জেলা পুলিশ মনে করছে। শুক্রবার ধৃত ৫ জনকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে বেলপাহাড়ি থানা। ৫ জনকে ৭ দিনের পুলিশ হেপাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।