লকডাউনের প্রতিবাদে চিনের রাজপথে হাজার হাজার মানুষ

চিনে ফের শুরু হয়েছে করোনা সংক্রমণ। ফিরে আসতে শুরু করেছে সেই পুরনো স্মৃতি। শুরু হয়েছে গিয়েছে লকডাউনের পালাও। তবে লকডাউনের বিভীষিকা আর সইতে চাইছেন না দেশবাসী। তাই এবার রাস্তায় নেমে প্রতিবাদের পথ খুঁজে নিয়েছে তাঁরা। তাঁদের একটাই স্লোগান, ‘হয় আমাকে স্বাধীনতা দাও, নয়তো মৃত্যু দাও’। এমনই স্লোগানে ভরে উঠছে চিনের (China) পথঘাট। রাস্তায় নেমে এসেছেন কাতারে কাতারে মানুষ। তাঁদের সিংহভাগই নবীন প্রজন্মের প্রতিনিধি। প্রসঙ্গত, বেজিং-সহ একাধিক শহরে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়েছে। গত কয়েকদিন ধরে দৈনিক করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা প্রায় ৪ হাজার ছুঁইছুঁই।

শুধু লকডাউন (Lockdown) থেকে মুক্তিই কেবল নয়, তাঁদের দাবি সর্বক্ষেত্রে সেদেশের কমিউনিস্ট সরকার যেভাবে সেন্সরশিপ চালাচ্ছে, জীবনের প্রতিটি ক্ষেত্রকে যেভাবে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে তা বন্ধ করতে হবে। সেই সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) ইস্তফাও চাইছেন বিক্ষোভকারীরা।

এবার কোভিড নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত কড়াকড়ি ও লাগাতার লকডাউন ঘোষণায় যেভাবে জনজীবন বিপর্যস্ত হয়েছে, তাতে নতুন করে রোষ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। এদিকে এই আন্দোলন রুখতে মরিয়া বেজিং প্রশাসন। ইতিমধ্যেই সেদেশের পুলিশবাহিনীও পথে নেমেছে বহু জায়গায়। সব মিলিয়ে আন্দোলনকে ঘিরে উত্তপ্ত চিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =