এবার পুজোর অনুদান প্রত্যাখ্যান করল কোন্নগর মাস্টারপাড়া

হুগলি : আর জি কর কান্ডের প্রতিবাদে এবার কোন্নগরে পুজোর অনুদান বয়কট করল কোন্নগর মাস্টারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। দুর্গোৎসব কমিটি পল্লিবাসীদের সভা ডেকে সিদ্ধান্ত নিয়েছে আর জি করের ঘটনার প্রতিবাদে এবার পুজো অনুদান বয়কট করবে তাঁরা। টোটোয় মাইক বেঁধে ফ্লেক্স ছাপিয়ে অনুদান বয়কটের কথা প্রচার করেন পুজো কমিটির সদস্যরা।

এর আগে উত্তরপাড়ার তিনটি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। সেই উত্তরপাড়া থানা এলাকারই কোন্নগর মাস্টারপাড়ায় এবার পুজোর অনুদান প্রত্যাখ্যান করল। রবিবার পুজো কমিটির সদস্য সোমা চক্রবর্তী বলেন, “উৎসব পরে আসে আগে আমাদের সম্মান। আমরা নারী আমরা বাইরে কাজ করি বা বাড়িতে থাকি আমাদের সম্মানের সঙ্গে আমাদের পরিবারের সম্মানও জড়িয়ে থাকে।

সেই জায়গাটাতেই আঘাত আসছে। আমরা প্রথমে দোষীর শাস্তি চাই। কারণ শাস্তি না হলে এটা প্রমাণ হয়ে যায় অপরাধ করেও কোন শাস্তি হয় না। আমরা এই ঘটনাটা থেকে সরতে পারছি না। তাই আমরা বলছি অনুদান না আগে মানুষ হিসেবে সেই মর্যাদা সেই মূল্যটা পাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =