কলকাতা : রবিবার, ছুটির দিন ধর্মতলা ভাসবে জনপ্লাবনে, রাজ্যের সব প্রান্ত মিশবে ধর্মতলায়। এমনটাই আশা করছে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটে দারুণ ফলাফলের পর এটাই তৃণমূলের প্রথম মেগা কর্মসূচি। যাবতীয় প্রায় শেষ। ইতিমধ্যেই দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মীরা কলকাতামুখী হতে শুরু করে দিয়েছেন।
সল্টলেক মেলা প্রাঙ্গণ, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, আলিপুর, হাওড়া ও শিয়ালদহের একাধিক লজ-সহ শহরের নানা প্রান্তে কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে মূল মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। মূল মঞ্চের মাপ ৫২/২৮ ফুট। এছাড়াও আরও দু’টি মঞ্চ রয়েছে মূল মঞ্চ লাগোয়া। তার মধ্যে একটি মঞ্চ ৪৮/২৪ ফুট। অন্যটি ২০/২৪ ফুট।
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্থানে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন, পোডিয়াম রাখা সেই অংশটি বেশ খানিকটা প্রসারিত। একুশে জুলাইয়ের সমর্থনে শনিবার সকালেই উলুবেড়িয়ায় সাইকেল মিছিল করেছে তৃণমূল। ধুলাসিমলা অঞ্চলের এই মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ত্রী পুলক রায়।