কোচবিহার : অসম সরকারের কাছ থেকে জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) সম্পর্কিত একটি নোটিশ পেয়েছেন কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা দীপঙ্কর সরকার।
দীপঙ্করের মতে, তিনি প্রায় দুই-তিন বছর আগে কাজের জন্য অসমে গিয়েছিলেন, কিন্তু পরে কৃষিকাজ করার জন্য তাঁর গ্রামে ফিরে আসেন। জানা গেছে, তিনি কয়েকদিন আগে এই নোটিশটি পেয়েছেন, প্রথমে ভয়ে তিনি কাউকে এ বিষয়ে কিছু জানাননি। পরে তিনি স্থানীয় প্রশাসনের নজরে বিষয়টি নিয়ে আসেন। তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক শুক্রবার তার বাড়িতে যাবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, জেলার অন্যান্য বাসিন্দা মোমিনা বিবি এবং দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী এর আগে এই নোটিশ পেয়েছেন।

