এবার একটি সিগারেটের গায়েও লেখা হবে স্বাস্থ্য সংক্রান্ত সতর্কবাণী

প্রতিটি টানেই বিষ। ধূমপান ক্যানসারের কারণ। সিগারেটের প্যাকেটে এই কথা প্রত্যেকেই দেখতে পান। এবার একটি সিগারেটের গায়েও লেখা হবে স্বাস্থ্য সংক্রান্ত সতর্কবাণী। ঐতিহাসিক এই সিদ্ধান্ত নিল কানাডার সরকার। ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে উপলক্ষে এই সিদ্ধান্ত প্রকাশ করেছেন কানাডার স্বাস্থ্যমন্ত্রী ক্যারোলিন বেনেট। প্রসঙ্গত, বিশ্বের একমাত্র দেশ হিসাবে প্রত্যেক সিগারেটে সতর্কবার্তা ছাপতে চলেছে কানাডা।
দেশের যুবসমাজের মধ্যে ধূমপানের আসক্তি কমাতেই এই উদ্যোগ নিয়েছে কানাডার প্রশাসন। তরুণ প্রজন্ম যেন ধূমপান না করেন, তা আটকাতে একাধিক পদক্ষেপ করেছে সরকার। সেই জন্যই প্রত্যেকটি সিগারেটে সতর্কবার্তা ছাপার পরিকল্পনা রয়েছে। চলতি মাস থেকেই শুরু হবে নতুন করে সিগারেট তৈরির কাজ। সিগারেটের পেপারে আপাতত দু’টি কথা লেখা হবে বলে কানাডার সরকার সূত্রে জানা গিয়েছে। এবার থেকে কানাডায় তৈরি প্রত্যেকটি সিগারেটে লেখা থাকবে বেশ কয়েকটি কথা- ‘সিগারেট ক্যানসারের কারণ’, ‘প্রতিটি টানে বিষ’। এহেন নানারকম সতর্কবাণী ছাপার পরে কেমন দেখতে হবে নতুন সিগারেট, তার ছবিও প্রকাশ করা হয়েছে সরকারের তরফে। শুধু সিগারেট নয়, পাশাপাশি ছোট সিগার, টিউব ও অন্যান্য টোব্যাকোর পণ্যেও এই সতর্কবার্তা ছাপা হবে বলে জানিয়েছে কানাডা সরকার। জানা গিয়েছে, আগামী বছরের এপ্রিল মাস থেকেই কানাডায় মিলবে সতর্কবাণী ছাপা টোব্যাকো পণ্য। জুলাই মাসে মিলবে বার্তা-সহ কিং সাইজ সিগারেট। প্রশাসনের অনুমান, ২০২৫ সালের মধ্যেই দেশের সমস্ত তামাকজাত পণ্যে সতর্কবার্তা ছাপার কাজ শেষ হয়ে যাবে। কানাডার পরিসংখ্যান অনুযায়ী, তামাকজাত পণ্যের কারণে প্রতি বছর অন্তত ৪৮ হাজার মানুষের মৃত্যু হয়। তাই ধূমপান বন্ধের জন্য একগুচ্ছ নয়া আইন আনতে চলেছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =