চাকরি প্রার্থীদের মিছিলে এই প্রথম অংশ নিচ্ছেন শুভেন্দু

এই প্রথম চাকরি প্রার্থীদের মিছিলে হাঁটতে দেখা যাবে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এই র‌্যালি হবে ক্যামাকস্ট্রিটে অবস্থিত তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের পাশ থেকেই। প্রসঙ্গত, কলকাতায় রাস্তায় গ্রুপ ডি কর্মীদের মিছিলের রুটের একাংশ নিয়ে আপত্তি তুলেছিল রাজ্য। রাজ্যের বক্তব্য ছিল,ওই রুটে অনেকগুলি স্কুল রয়েছে। এই তালিকায় রয়েছে অভিনব ভারতী, শ্রী শিক্ষায়তন, লা মার্টিনিয়ার-সহ বেশ কয়েকটি স্কুল। যাদের নাম আদালতে উল্লেখও করা হয়। একইসঙ্গে মিছিলের জেরে যানজটের আশঙ্কা থাকতে পারে বলেও জানায় রাজ্য। কিন্তু রাজ্য়ের সে আর্জি ধোপে টেঁকেনি। হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত পর্যবেক্ষণ করেন ক্যামাকস্ট্রিটে কোনও স্কুল নেই। এটা কোনও বিক্ষোভ সমাবেশ নয়, ওখানে কেউ বসবে না। তাঁরা মিছিল করে চলে যাবেন। তাঁদের মিছিল যাতে যেতে পারে, পুলিশ সেই ব্যবস্থা করবে।

তবে মিছিল নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘গ্রুপ-ডি-র মিছিলে ক্যামাকস্ট্রিটে দেখা হবে।’ অপরদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এটা প্রশাসনিক বিষয় বলতে পারব না। সাধারণভাবে ক্যামাকস্ট্রিট দিয়ে কোনও মিছিল যায় না। এখন কেউ যদি তাঁর শয়নে-স্বপনে জাগরণে কারও স্বপ্ন দেখতে শুরু করেন এবং চেষ্টা করেন তাঁর গুরুত্বের জন্য তাঁর পাশ থেকে যাওয়া যায় তাহলে সেটা তাদের ব্যাপার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eleven =