‘রাগ-অভিমানের সময় নয়’, তৃণমূলকে বার্তা মার্গারেট আলভার

উপরাষ্ট্রপতি নির্বাচনে শাসক ও বিরোধী কোনও পক্ষেরই প্রার্থীকে সমর্থন করবে না তৃণমূল। ভোটদানে বিরত থাকার সিদ্ধান্তের কথা ২১ জুলাই, বৃহস্পতিবার ঘোষণা করেছেন দলের অন্যতম শীর্ষনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতে তৃণমূল নেতৃত্বকে রাগ-অভিমান না দেখানোর বার্তা দিলেন বিরোধী শিবিরের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা।

বৃহস্পতিবার কালীঘাটে সাংসদদের নিয়ে বৈঠকের পর দলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার তৃণমূলের এই অবস্থান নিয়ে কার্যত হতাশা প্রকাশ করলেন উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা। টুইটে তাঁর খোঁচা, ‘এটা ক্রোধ বা অহংয়ের সময় নয়। সাহস করে, ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার সময়। আমি আশা করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাহসী ব্যক্তিত্ব বিরোধীদের পাশেই থাকবেন।’

তৃণমূলে উদ্দেশে শুক্রবার টুইটারে আলভা লিখেছেন, ‘উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে তৃণমূলের বিরত থাকার সিদ্ধান্ত হতাশাজনক। এটা তর্কবিতর্ক বা রাগ-অভিমানের সময় নয়। এটা সাহস, নেতৃত্ব ও ঐক্যের সময়। আমার বিশ্বাস, সাহসের প্রতিমূর্তি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শিবিরের পক্ষে থাকবেন।’

উল্লেখ্য, উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীবাছাই পর্বে মমতার সঙ্গে আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছে তৃণমূল। এই প্রসঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মার্গারেট আলভার সম্পর্ক ভাল। কিন্তু হঠাৎ করে প্রার্থী নির্বাচন হয়েছে। কংগ্রেস থেকে বৈঠক কী ভাবে শরদ পাওয়ারের বাড়িতে গেল? আমাদের ভাবনাতেও চার-পাঁচটি নাম ছিল। আমাদের কারও নামে অ্যালার্জি নেই। কিন্তু যে ভাবে প্রার্থী চয়নের সিদ্ধান্ত হয়েছে তা সঠিক নয়।’

বাংলার শাসকদলের এই সিদ্ধান্ত নিয়ে শুক্রবার সকালে সমালোচনা করেছিল কংগ্রেস। দলের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে প্রশ্ন, কেন তৃণমূল বিরোধী দলের বৈঠক নিয়ে এমন মন্তব্য করল?  ১৭ তারিখের বৈঠকে তাঁদের আমন্ত্রণ জানানো সত্ত্বেও অনুপস্থিত ছিলেন। তাই এই মন্তব্য মোটেই সঠিক নয়।

আর বিকেলে এনিয়ে টুইট করলেন স্বয়ং প্রার্থী। সেই টুইটেই স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লড়াকু নেত্রীর কাছ থেকে এই আচরণ প্রত্যাশিত নয়। তবে মার্গারেট আলভার টুইটের জবাবও দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ  সম্পাদক তথা মিডিয়া কো-অর্ডিনেটর কুণাল ঘোষ। তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে বলেন, ‘মার্গারেট আলভার টুইটের জবাবে বাড়তি কিছু বলার অবকাশ নেই। তাঁর প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। বিরোধী প্রার্থী নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু বিরোধী ঐক্যে আরও জোর দেওয়া উচিত ছিল। সেটাই বলেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 1 =