কলকাতা : এই বাজেট জনগণের নয়। মঙ্গলবার বাজেট নিয়ে এমনটাই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে কেবলমাত্র একটি দলের জন্য এই বাজেট গড়া হয়েছে। জনস্বার্থ বিরোধী এই কেন্দ্রীয় বাজেট। গরীবের জন্য এই বাজেটে কোনও আর্থিক সংস্থান নেই। প্রতিবেশী সিকিমের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে এই বাজেটে। অথচ দার্জিলিং এর জন্য কোনও বরাদ্দ নেই। এ নিয়ে কড়া সমালোচনা করেন তিনি। পাহাড়ের ভোট নিয়ে জিতেছে বিজেপি। সে সব ভুলে গেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এক সাংবাদিক সম্মেলনে বিধানসভায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বরাদ্দ করা হয় নি কোনও অর্থ। বাংলার সম্মান নেই। আশা করি, বাংলার মানুষ কখনও এ নিয়ে ছেড়ে কথা বলবে না। শেয়ার দুর্নীতি প্রকাশ্যে। অন্ধ্রপ্রদেশ ও বিহারে টাকা দিয়েছে। কেন্দ্রীয় বাজেটে এদিন ঘোষণা করা হয়েছে, তিন কোটি বাড়ি দেওয়া হবে। যদিও খাদ্যে কোনও অনুদান নেই। নদী মাতৃক দেশ বাংলা। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে অর্থ দরকার। কেন্দ্রীয় বরাদ্দ নেই। পরিকল্পিত ভাবে বাংলাকে একা করে দেওয়া হয়েছে। ১ লাখ ৭১ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। জিএসটি তুলে নিচ্ছে। রাজ্য সরকার পাবে না।