রেললাইনে হবে কাজ, দমদম-বনগাঁ শাখায় বাতিল বহু ট্রেন

কলকাতা: দত্তপুকুর স্টেশনে রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে কয়েকদিন ধরে। সে জন্য দমদম জংশন-বনগাঁ শাখায় ১৩ ঘণ্টা বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। ২০ ও ২১ জানুয়ারি শুক্র ও শনিবার রাত ১২টা ৫ মিনিট থেকে সকাল ৬টা ৫ মিনিট পর্যন্ত এবং ২২ ও ২৩ জানুয়ারি  রবি ও সোমবার রাত ১২টা ৫ মিনিট থেকে সকাল ৭টা ৫ মিনিট পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে।শুক্রবার বাতিল থাকবে আপ ৩৩৮৬৩ শিয়ালদল-বনগাঁ লোকাল এবং ৩৩৮৫৮ শিয়ালদহ-বনগাঁ লোকাল। শনিবার বাতিল থাকবে ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮৬৩ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল, ৩৩৮১২, ৩৩৮১৮, ৩৩৮১২ এবং ৩৩৮৫৮ ডাউন শিয়ালদহ-হাবড়া লোকাল। রবিবার এবং সোমবারও এই ট্রেনগুলি বাতিল থাকবে।কাজ চলার জন্য ২১, ২২ এবং ২৩ জানুয়ারি ৩৩৬১২ দত্তপুকুর-শিয়ালদহ লোকাল দত্তপুকুরের বদলে বামনগাছি স্টেশন থেকে ছাড়বে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + fourteen =