বসিরহাট: বসিরহাটের হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, বসিরহাট দক্ষিণ বিধানসভায় বিজেপি প্রার্থী কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছে বাড়ি ভাঙচুর করছে শাসক দলের নেতাকর্মী সমর্থকরা। হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের ২৪৮ নম্বর বুথের বিজেপি প্রার্থী সঞ্জয় মণ্ডল তার বাড়িতে হামলা চালায় শাসকদলের নেতাকর্মী ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় আহত হয় সঞ্জয় মণ্ডলকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়, তাকে সোমবার দেখতে আসেন বিজেপির রাজ্যে সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির মহিলা নেত্রী অর্চনা মজুমদার সহ জেলা নেতৃত্ব। সেখানে তিনি বলেন, যেভাবে শাসক দল হামলা চালাচ্ছে তাকে বাংলার মানুষ ৩৫৫ ও ৩৫৬ চাইছে, আমরা চাইছি না। আগামী কয়েক মাসের মধ্যে তৃণমূলের বিধায়করা বিজেপিতে আসবে সেই প্রসঙ্গে আরো একবার হুঁশিয়ারি দিলেন। তাহলে স্পষ্ট হচ্ছে কর্ণাটক মডেল। ঘোড়া কেনাবেচায় বিজেপি অশুভ আঁতাত করে চলছে সেটা আগে ফের একবারে স্পষ্ট হল। পাশাপাশি তৃণমূলের সাংসদ অপরূপা পোদ্দার তিনি একটি টুইট করে বলেন সুকান্ত, শুভেন্দু সহ বেশ কয়েকজন নেতাকে জেতাতে পারিনি। ওরা শুধু আদালত চেনে। সেই প্রসঙ্গে বলেন ওনার কানের পাশ দিয়ে গুলি চলে গেছে। অপরূপা পোদ্দারকে তৃণমূল টিকিট দেবে কিনা সেইটা আগে বলুন। পাশাপাশি বেঙ্গালুরুতে ২৪টা বিরোধী দলের জোটের বৈঠক প্রসঙ্গে বলেন, যেতেই পারেন সোনিয়া গান্ধির নৈশ ভোজে। গিয়েও তাতে লাভ হবে না, বিপুল পরিমাণ সিট নিয়ে ২০২৪ এ আবার আমরা ক্ষমতায় আসব।