সন্দেশখালির পরিস্থিতিতে সিবিআই তদন্ত হওয়া উচিত, দাবি শুভেন্দুর

বিজেপি সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন,সন্দেশখালির পরিস্থিতিতে সিবিআই তদন্ত হওয়া উচিত। শাহাজাহানের গ্রেপ্তার এবং যাবজ্জীবন কারাদণ্ড ছাড়া সন্দেশখালির পরিস্থিতির পরিবর্তন হবে না। রবিবার সকালে দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘শাহজাহান এবং তাঁর বাহিনী সন্দেশখালিতে না লোকসভা না বিধানসভা কিংবা গত পঞ্চায়েত ভোটেও মানুষকে ভোট দিতে দেয়নি।’
শুধু সন্দেশখালি নয়, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী সহ বিস্তীর্ণ সুন্দরবন এলাকায় বিশেষ করে হিন্দু ভোটারদের গা-জোয়ারি করে ভোট দিতে দেওয়া হয়নি বলেও এদিন দাবি করে শুভেন্দুর আরও অভিযোগ, ‘ভোটের দিন শুধুমাত্র আঙুলে কালি লাগিয়ে দেওয়া হত। গত পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন করতে দেওয়া হয়নি। শুধুমাত্র জমি লুট বা ভোট লুট করাই নয়, গণতন্ত্র লুট করাই শুধু নয়। প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্প গরিব মানুষদের জন্য রাজ্যে পাঠিয়েছেন সব লুট করেছে শাহজাহানেরা।’
এদিকে সন্দেশখালি যাওয়ার জন্য গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের পুলিশের বাধা দান প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, ‘সন্দেশখালিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজ্য সরকার ব্যর্থ তাই বাধা দিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 11 =