ব্যারাকপুর: পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি নিয়ে বিবাদ ঘিরে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়ালো জগদ্দল বিধানসভা কেন্দ্রের মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর সংসদ এলাকায়। অভিযোগ, সিদ্ধার্থ সরকারের বাড়ি থেকে নির্মল হালদারের বাড়ি পর্যন্ত পথশ্রী প্রকল্পে এদিন রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হতেই বাধা দেয় মজুমদার পরিবার। ঘটনা ঘিরে উত্তেজনা দেখা দিলে শিবদাসপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। তারপর ফের রাস্তা তৈরির কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দা লক্ষ্মী দাস মজুমদারের অভিযোগ, তাদের বসত বাড়ির মাঝখান দিয়ে জোর করে পঞ্চায়েতের উদ্যোগে রাস্তা তৈরি করা হচ্ছে। উক্ত জমির মালিক প্রয়াত তাঁর বাবা অতুলচন্দ্র মজুমদার। এমনকী পঞ্চায়েতে ওই জমির করও প্রদান করা হয়। লক্ষ্মীদেবীর দাবি, ওই জমিটি নিয়ে আদালতে মামলা চলছে। কিন্তু মামলা নিষ্পত্তি হবার আগেই জোর করে জমির ওপর দিয়ে রাস্তা করা হচ্ছে। যদিও মজুমদার পরিবারের অভিযোগ উড়িয়ে দিয়ে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের উপ-পুরপ্রধান হারান ঘোষ বলেন, ১০ নম্বর সংসদের বহু পুরানো ওই রাস্তা। এখন পথশ্রী প্রকল্পে বাসিন্দাদের সুবিধার্থে ঢালাই রাস্তা করা হচ্ছে। মজুমদার পরিবার রাস্তা তৈরির কাজে বাধা দিয়েছিল। প্রশাসনের উপস্থিতিতে ফের রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে।