কলকাতা : কলকাতার কোথাও আর জল জমে নেই, বুধবার এমনই দাবি করলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, এখন কোথাও জল জমে নেই। নীচু এলাকাতে কিছুটা জল রয়েছে, তবে সেখানেও জল কমতে চলেছে।
বিজেপিকে কটাক্ষ করে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, “লড়াই করে (ক্ষমতায়) আসুন। বাংলার জনগণই ঠিক করবে, মমতার সরকার হবে কি হবে না। জনগণ তাঁকে মুখ্যমন্ত্রী করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হৃদয়ে বাস করেন।”
উল্লেখ্য, বুধবার সকালেও উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় জল জমে ছিল। আবার কোথাও কোথাও জল নেমেছে। আপাতত ছন্দে ফেরার চেষ্টায় কল্লোলিনী কলকাতা। ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে, স্বাভাবিক হয়েছে মেট্রো পরিষেবাও।

