নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: নির্বাচন কমিশনে শাসকদলের বার বার যাওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, যারা কাকার বাড়ি, মেসোর বাড়ি যাচ্ছে, তাদের জন্যই বলছি। নির্বাচন এসেছে আমরা জনসাধারণের সামনে এসেছি, যাদের জনসাধারণের সামনে আসার মুখ নাই, প্রশ্নের উত্তর নাই, তারাই নির্বাচন কমিশন অফিসে প্যারেড করছে।’
পাশাপাশি বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মিথ্যা মামলায় জেল খাটা বিজেপি নেতা-কর্মীদের সংগ্রামী ভাতা দেওয়ার কথা শুভেন্দু অধিকারী বলার প্রসঙ্গে দিলীপবাবু বলেন, ‘ঠিকই আছে। যারা সরকারি ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবারের লোককে হত্যা করা হয়েছে, সম্পত্তি নষ্ট করা হয়েছে, তাদের অবশ্যই প্রাপ্য এই ভাতা। আগেও তো যারা মিথ্যা মামলায় জেল খেটেছে, তাদেরকেও ভাতা দিয়েছে কেন্দ্র সরকার।’
প্রত্যেকদিনের মতো বুধবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে এরকম মন্তব্য করেন বর্ধমান-দূর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন প্রাতর্ভ্রমণ ও চা-চক্রের মধ্যে দিয়ে জনসংযোগ সারার সঙ্গে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন ইসুতে প্রশ্নের উত্তরে ঝাঁঝ বাড়ান দিলীপবাবু।