নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: এক মহিলার গলার নলিকাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বরের জামনা পঞ্চায়েতের নতুনগ্রামে এক কৃষকের খামারবাড়ি থেকে মহিলার দেহটি উদ্ধার হয়। মৃত মহিলার নাম সোনামণি হেমব্রম, বয়স আনুমানিক ৪৫।
খেত মজুরের কাজে দক্ষিণ দিনাজপুর থেকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বেশ কিছুদিন আগে এক কৃষকের কাছে এসেছিলেন সোনামণি হেমব্রম ও মানিক ভুঞ্জা। শনিবার সন্ধ্যা নাগাদ সোনামণি হেমব্রমের গলাকাটা দেহ ওই চাষির খামারবাড়িতে পড়ে থাকতে দেখেন ওই চাষি সহ এলাকার মানুষজন। খবর দেওয়া হয় মন্তেশ্বর থানায়। খবর পেয়ে মন্তেস্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় আটক করা হয় ওই মহিলার সঙ্গী মানিক ভুঞ্জাকে।
পুলিশ জানিয়েছে, মানিক ভুঞ্জা দক্ষিণ দিনাজপুর জেলার তপনের বাসিন্দা। মানিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ধৃত মানিককে রবিবার কালনা আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।