মালদায় মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলের ঘটনায় চক্রান্তের আঁচ পাচ্ছেন মুখ্যমন্ত্রী

মালদায় মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে বুধবার সকালে যে ঘটনা ঘটে তার নেপথ্যে চক্রান্তের আঁচ পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা সামনে আসের পরই তাঁর পরামর্শ, স্কুলকে আরও সতর্ক হতে হবে। নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে স্কুলকেই। একইসঙ্গে পড়ুয়াদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে হবে বলে স্কুলগুলোকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘স্কুল হয়তো ভেবেছিল কোনও অভিভাবক হবেন। কিন্তু এত সহজভাবে ভাবলে চলবে না। এটা সাইবার ক্রাইমের যুগ। আরও আরও অনেক বেশি সতর্ক হতে হবে।’ তবে এদিনের গোটা ঘটনা জানার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করতে দেখা যায় পুলিশ আধিকারিক আজহারউদ্দিনের। বলেন, ‘পুলিশ বুদ্ধিমত্তার সঙ্গে ভাল কাজ করেছে। যে কৃতিত্বের অনেকটাই প্রাপ্য আজহারউদ্দিনের।’
এদিনের এই ঘটনা দেখে মুখ্যমন্ত্রী এ প্রশ্নও করেন, ‘এই বুদ্ধিটা যুবক পেল কোথা থেকে?’ পাশাপাশি এও জানান শিক্ষক-পড়ুয়ারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।পুলিশ, সংবাদমাধ্যমকেও ধন্যবাদ। এত বড় ঘটনা থেকে রক্ষা করেছে। থ্যাঙ্ক গড্ বাচ্চারা ভাল রয়েছে। শিক্ষক-শিক্ষিকা, বাচ্চা, পুলিশ, সাংবাদিকরা সবাই সুস্থ রয়েছেন।’ তবে এতো কিছুর মাঝেও স্কুলে কীভাবে সেই যুবক পিস্তল হাতে ঢুকে পড়তে পারলেন, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি এও বলেন, ‘স্কুলে তো সবাই ঢোকে। অভিভাবকরা ঢোকেন। আমি স্কুল কমিটিগুলোকে বলব, স্কুল যখন চালু হয়ে যাবে, নজর রাখবেন। দরকার হলে দুটো দারোয়ান রাখা যেতেই পারে। পুলিশের কাছেই সাহায্য চাওয়া যেতে পারে। আর এখন তো আইডি কার্ড থাকে। তা ছাড়া তো কেউ স্কুলে ঢুকতেই পারে না, তাহলে কীভাবে হল?’ আর এখানেই মালদার স্কুলের এই ঘটনায় যে চক্রান্ত রয়েছে সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত তিনি। পাশাপাশি এও জানান, ‘এই সব পরিকল্পনা চলবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =