পার্কে হচ্ছে জলের ট্যাংক, বাড়িতে ফাটল ধরায় বিক্ষোভ

কংক্রিটের জঙ্গলের মধ্যে খোলা আকাশ বলতে ছিল এক টুকরো পার্ক। যেখানে বাচ্চারা খেলত, বয়স্করা হাঁটতেন।
সেই পার্কেই অনেকটা জায়গা নিয়ে তৈরি হচ্ছে জলের ট্যাংক। হাওড়া পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের জটাধারী পার্কে নির্মীয়মাণ ট্যাংক নিয়ে স্থানীয় বাসি¨াদের একাংশের আপত্তি থাকলেও স্থানীয় কাউন্সিলর থেকে, বিধায়ক সকলের উপস্থিতিতে কাজ শুরু হওয়ায় কেউ মুখ খোলেননি। তবে সেই জল ট্যাংক তৈরির জেরে আশপাশের বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ উঠতেই শুরু হল বিক্ষোভ। উত্তর হাওড়ার বাবু ডাঙায় জটাধারী পার্কটি বহু পুরনো।
সোমবার ওই অঞ্চলের বাসি¨াদের অনেকেই পার্কের সামনে জমায়েত হয়ে ট্যাংক তৈরির বিরুদ্ধে সরব হন। শুরু হয় বিক্ষোভ। তাঁদের অভিযোগ ট্যাংকের কাজ চলাকালীন আশেপাশের বাড়িগুলোতে ফাটল দেখা দিয়েছে। বাড়িঘর কাঁপছে। প্রথমে মুখ খুলতে সাহস না হলেও, এবার তাঁরা বাধ্য হয়েছেন মাথার ছাদ বাঁচাতে।
এলাকাবাসীর দাবি, এই পার্কে প্রায় ৩০ ফুট জায়গা দখল করে নিয়ে ট্যাংক তৈরি হলে ভবিষ্যতে এই পার্কটিতে প্রাতর্ভ্রমণের বা বাচ্চাদের খেলাধূলার যথেষ্ট জায়গা থাকবে না।
এদিন বিক্ষোভের খবর পেয়ে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করেন। পাশপাশি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন কাজ বন্ধ রাখার আবেদন জানান। জানান, এলাকাবাসীর সঙ্গে কথা বলেই পরবর্তী পদক্ষেপ করবেন।
বিধায়কের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। তবে বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, আগামী দিনে স্থানীয়দের সঙ্গে আলোচনা ছাড়া কাজ চালু হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =