ফরিদাবাদ : মেরি কমের ফরিদাবাদের বাড়িতে চুরি। ঘটনাটি ঘটেছে গত বুধবার। তবে সিসিটিভি ফুটেজ দেখে তাঁর এক প্রতিবেশী সেই খবর জানতে পারেন শনিবার। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি। ফুটেজে দেখা গিয়েছে, ৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি কাঁধে প্রচুর জিনিসপত্র নিয়ে পালাচ্ছে। একজন নিয়ে যাচ্ছিল টিভি। অন্য তিনজনের কাঁধে ছিল মূল্যবান আসবাবপত্র। বাকি দুই জন স্কুটারে করে যাচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিষয়টি মেরি কম জানতে পারেন তাঁর প্রতিবেশীর থেকে। রাতের অন্ধকারে মেরি কমের বাড়িতে কোনও সন্দেহজনক লোকেদের ঘোরাফেরা করতে দেখেন ওই প্রতিবেশী। তারপরেই মেরিকে পুরো বিষয়টি জানান তিনি। তারপরেই মেঘালয়ের সোহরাতে ম্যারাথন ইভেন্টের আয়োজকদের বিষয়টি জানান। ফরিদাবাদ পুলিশকেও খবরটি দেন মেরি।
গত সপ্তাহে চুরির ঘটনাটি ঘটেছে বলে অনুমান। তবে কত টাকার আসবাবপত্র চুরি গিয়েছে সেই বিষয়ের আন্দাজ নেই মেরির। তিনি জানিয়েছেন, ‘বাড়িতে ফিরেই সবটা বুঝতে পারব।’ মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

