যাদবপুরে সিসিটিভি বসানোর কাজ এগোচ্ছে দ্রুত লয়ে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার রহস্যমৃত্যুর পর জোরাল হয়েছে ক্যাম্পাসে সিসিটিভি বসানোর দাবি। ইতিমধ্যেই দায়িত্বভার নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও হস্টেলের প্রবেশ পথ সহ বেশ কিছু জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। তবে এখনও ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর কাজ করে উঠতে পারেনি কর্তৃপক্ষ। মঙ্গলবার এই নিয়ে মুখ খুলতে দেখা গেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে। ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এদিন এও জানান, ‘ মঙ্গলবার দুপুর দুটোর সময় উচ্চ শিক্ষা দফতরের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসবেন।পড়ুয়ামৃত্যুর ঘটনার পর আমরা কী কী ব্যবস্থা নিয়েছি তা জানানো হবে। ওঁদের যদি কোনও প্রশ্ন থাকে তার উত্তরও দেওয়া হবে। সেই অনুযায়ী আমরা কাগজপত্র তৈরি করছি। শিক্ষাঙ্গন থেকে কী ভাবে র‌্যাগিং দূর করা যায়, তার ব্যবস্থা নিয়ে আলোচনা হবে।’ একইসঙ্গে তিনি এও জানান,  ‘সিসিটিভির যে প্রস্তাব এসেছিল, তা আমরা উচ্চশিক্ষা দফতরে পাঠিয়েছি। প্রশাসনিক ও আর্থিক অনুমোদনের জন্য তা পাঠানো হয়েছে। মৌখিকভাবে আধিকারিকরা সম্মতি দিয়েছেন। তবে এর একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। প্রস্তাব নবান্নে পাঠাতে হবে, অর্থ দফতরে দিতে হবে। সেইটুকু সময় আমাদের অপেক্ষা করতে হবে। পূর্ত দফতরকে দিয়ে যদি করিয়ে নেওয়া যায়। সেক্ষেত্রে ডব্লিউটিএল-কে যে ওয়ার্ক ওর্ডার দেওয়া হয়েছে, তা তুলে নেওয়ার বিষয়ও রয়েছে। এটা নিয়ে প্রশাসনিক স্তরে কথা বলতে হবে। নিয়ম বহির্ভূতভাবে কিছু আমরা করতে পারব না। প্রস্তাব গ্রহণ করলেও এখনও আর্থিক সহযোগিতা আমরা পাইনি। আশা করছি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সঙ্গে আলোচনা করতে আমরা সদর্থক ভূমিকা নিতে পারব।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ সিসিটিভি লাগানোর বিরোধিতায় সরব। ফলে সিসিটিভি লাগানোর প্রক্রিয়া কতটা বাস্তবায়িত হয় এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 5 =