কলকাতা: সুদের পাওনা টাকা আনতে গিয়ে গত রবিবার নিখোঁজ হয়ে গিয়েছিলেন মহিলা। ঘটনার চার দিন পরেও তাঁর খোঁজ না মেলায় নিউটাউনের গৌরাঙ্গনগরে রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, মধ্য বয়স্ক মহিলার নাম ননীবালা গাইন । নিউটাউনের গৌরাঙ্গনগর অটো স্ট্যান্ডের কাছে একটি মাংসের দোকানে রবিবার সুদের টাকা আনতে গিয়েছিলেন তিনি। তারপর থেকে আর খোঁজ নেই শুলংগুঁড়ি দক্ষিণ পাড়ার ওই মহিলার।
ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ। গৌরাঙ্গনগর অটোস্ট্যান্ডের কাছে বিনয় মণ্ডল ও মৃন্ময় মণ্ডলের মুরগির দোকান রয়েছে।জানা গিয়েছে, ব্যবসার জন্য প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা তাঁরা ধার নেন। ধারের সুদের টাকা আনতে গিয়েছিলেন ননীবালা।সূত্রের খবর, তাঁকে দোকানে ঢুকতে দেখা গেলেও বের হতে কেউ দেখেননি। এদিকে ননীবালা রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজ শুরু হয়। নিউটাউন থানার পুলিশ মুরগির দোকানে থাকা বিনয় মণ্ডল ও মৃন্ময় মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পরিবারের অভিযোগ, ওই মহিলাকে ‘গায়েব’ করে দেওয়া হয়েছে তাঁকে। এদিকে চার দিন পরেও পুলিশ তাঁর খোঁজ না পাওয়ায় রাস্তা অবরোধ করেন এলাকার লোকজন। পরিবারের বক্তব্য, ‘কোনও ফোনও তো আসেনি আমাদের কাছে। কিছুই বুঝে উঠতে পারছি না। অপহরণ করা হয়নি নিশ্চিত। গুম করে দেওয়া হতে পারে। টাকা চাইতে যাওয়ায় কারোর রোষের শিকার হয়েছে।’ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, এখনও পর্যন্ত তেমন কোনও সূত্র খুঁজে পাওয়া যায়নি।