স্বামীর সম্পত্তি লুট করে শ্রীঘরে স্ত্রী ও তার প্রেমিক

রানিগঞ্জ: রানিগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকায় এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীর বাড়ি থেকে গত মাসের ২৫ তারিখ নগদ ৭৫ লক্ষ টাকা ও ৪ ভরি সোনার গয়না চুরি যায়। এই ঘটনার তদন্তে নেমে শুক্রবার পুলিশ ওই ব্যবসায়ীর স্ত্রী মমতা রাওয়ানিকে এবং নবীন সিং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তির কাছ থেকে চুরি যাওয়া সমস্ত টাকা ও সোনার গয়না উদ্ধার করেছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, রানিগঞ্জের সুকান্ত পল্লির বাসিন্দা ট্রান্সপোর্ট ব্যবসায়ী অভিজিৎ মুখার্জির স্ত্রী মমতা রাওয়ানি। মমতা ধানবাদে আইন নিয়ে পড়তে গিয়ে নবীন সিং নামে এক সফটওয়্যার ইঞ্জিনিয়রের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয় বলে জানা যায়। ওইদিন মমতা পরিকল্পনা করে বাড়িতে টাকা ও সোনার গয়না রেখে ইচ্ছে করে তালা খুলে রেখে বাড়ির বাইরে যায়। এরপরেই ধৃত নবীন পরিকল্পনামাফিক ওই নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয়। এরপর ওই ব্যবসায়ী প্রশাসনের কাছে চুরির অভিযোগ দায়ের করেন। পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ শুরু করতেই মমতার কথায় অসংগতি মেলে। তাকে চাপ দিতেই প্রকাশ্যে আসে বেশ কিছু তথ্য। এরপর পুলিশের বিশেষ তদন্তকারী দল সিসিটিভি ফুটেজ ধরে ঘটনায় মূল ষড়যন্ত্রকারী মমতা রাওয়ানি ও নবীন সিং এর সম্পর্ক খুঁজে পায়। সেখান থেকেই তাঁরা নবীন সিং- এর খোঁজে তল্লাশি শুরু করে শুক্রবার কলকাতার একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করে নবীনকে। এরপর এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা মমতাকেও পুলিশি হেপাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে মূল রহস্য। উদ্ধার করা হয় চুরি যাওয়া সমস্ত টাকা ও গয়না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =