বঙ্গে উত্তরে হাওয়া ঢোকার পথ সুগম, ক্রমশ কমবে তাপমাত্রা

অবশেষে বঙ্গে ঢুকছে উত্তুরে হাওয়া। সোমবার সকাল থেকেই গরম ভাব কমেছে অনেকটা। ভোর থেকেই বাতাসে শিরশিরানি।
আলিপুর হাওয়া অফিসও জানিয়ে দিয়েছে,মঙ্গলবার থেকে তাপমাত্রা বেশ কিছুটা নামবে। পুবালি হাওয়ার বদলে উত্তর-পশ্চিমের হাওয়া ঢুকছে রাজ্যে।
আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও ঘূর্ণাবর্ত নেই। তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায় শুধু ঘূর্ণাবর্ত রয়েছে যেটি উত্তর-পশ্চিম দিক ধরে এগোবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। তারপরেই উত্তুরে হাওয়া ঢুকতে থাকবে বাংলায়।
উত্তরে হাওয়া ঢুকলেই কলকাতা ও সংলগ্ন এলাকায় ২০ থেকে ২১ ডিগ্রির মধ্যে তাপমাত্রা নেমে যাবে সপ্তাহের শেষরে দিকে। পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে যাবে। হাওয়া অফিস জানাচ্ছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে বুধবারের মধ্যে। এই সপ্তাহেই শীতের আমেজ ফিরবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতায় সকাল ও সন্ধেয় ফুরফুরে শীতের আমেজ টের পাওয়া যাবে। পশ্চিমের জেলাগুলিতে শীত একটু আগেই আসবে।

দার্জিলিং ও কালিম্পংয়ে এখনও বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির হাত ধরেই কনকনে ঠান্ডা পড়বে আর দিনকয়েকের মধ্যেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =