দ্বিতীয় টি-টোয়েন্টির ভেনু আলাদা, ম্যাচ টাইমিংও

প্রোটিয়া সফরের শুরুটা দুর্দান্ত হয়েছে ভারতের। ডারবানে প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানের বিশাল ব্যবধানে জয়। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের সোনালি সময় চলছে বলা যায়। চার ম্যাচের সিরিজ। প্রথম দুটি ম্যাচ এক দিনের ব্যবধানে। রবিবার অর্থাৎ কাল বেরহায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল দু-দল। প্রোটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। স্বাভাবিক ভাবেই এই সিরিজ নিয়ে আগ্রহ তুঙ্গে। প্রথম ম্যাচে অবশ্য দাপটে জয় পেয়েছে ভারত।

স্বপ্নের ফর্মে সঞ্জু স্যামসন। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। এরপর জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা সফরে খেলেন। তবে ধারাবাহিকতা দেখাতে পারছিলেন না। বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম দু-ম্যাচে ব্যর্থ হন। শেষ টি-টোয়েন্টি অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেটিই ছিল তাঁর প্রথম সেঞ্চুরি। সেই ফর্ম বজায় রইল প্রোটিয়া সফরেও। ডারবানে প্রথম টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন সূর্য। ভারতের প্রথম ব্যাটার হিসেবে টানা দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন সঞ্জু।

দ্বিতীয় ম্যাচে একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। তবে স্কোয়াডে তিনজন নতুন মুখ থাকায় তাঁদের সুযোগ দেওয়ারও পরিকল্পনা থাকবে। সে কারণে মনে করা হচ্ছে, অলরাউন্ডার রমনদীপ সিংকে হয়তো এই ম্যাচেই সুযোগ দেওয়া হতে পারে। প্রথম ম্যাচে পরিবর্ত ফিল্ডার হিসেবে নেমে ভরসা দিয়েছেন। সিনিয়র টিমে প্রথম বার ডাক পাওয়া রমনদীপের অভিষেকের অপেক্ষা।

দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজে ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তিলক ভার্মা, জীতেশ শর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বিজয়কুমার বিশাখ, আবেশ খান, যশ দয়াল।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় টি-টোয়েন্টি, রবিবার ভারতীয় সময় সন্ধে ৭.৩০,
স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 2 =