মহারাষ্ট্রে রাজনৈতিক মহানাটকের অবসান। ইস্তফা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বুধবার ফেসবুক লাইভে পদ ছাড়ার কথা ঘোষণা করেন শিবসেনা প্রধান। শুধু তাই নয়, এদিন বিধান পরিষদ থেকেও ইস্তফা দেন তিনি। নিজের ভাষণে ‘বিদ্রোহী’দের বার্তা দেওয়ার সময় স্পষ্টতই আবেগপ্রবণ হতে দেখা যায় উদ্ধবকে। এদিন সুপ্রিম কোর্টের রায়ের পরই ফেসবুক লাইভ করে ইস্তফার কথা ঘোষণা করলেন উদ্ধব।
উদ্ধবের ইস্তফার ঘোষণার ফলে গত ১০ দিনের ‘রাজনৈতিক নাটকের’ যবনিকা পড়ল মহারাষ্ট্রে। বুধবার রাতে রাজ্যপালের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে শিবসেনার তরফে জানানো আবেদন দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা শুনানির পর তা নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জেবি পাড়িয়ালার বেঞ্চ রাজ্যপাল নির্দেশিত নির্ঘণ্ট মেনেই আস্থাভোট গ্রহণের নির্দেশ দেয়। এর পরেই ‘ফেসবুক লাইভ’ করে পদত্যাগের কথা জানান উদ্ধব। উদ্ধবের ফেসবুক লাইভ চলাকালীনই তাঁর প্রতিনিধি রাজভবনে গিয়ে রাজ্যপাল কোশিয়ারির হাতে পদত্যাগপত্র তুলে দেন বলে শিবসেনা সূত্রের খবর।
I am satisfied that we have officially renamed Aurangabad to Sambhaji Nagar and Osmanabad to Dharashiv – the cities named by Balasaheb Thackeray: Maharashtra CM and Shiv Sena leader Uddhav Thackeray pic.twitter.com/3S6kQg3yne
— ANI (@ANI) June 29, 2022
এদিন সুপ্রিম কোর্ট রায় দেয় যে বৃহস্পতিবারই বিধানসভায় আস্থাভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ‘মহা বিকাশ অঘাড়ি’ সরকারকে। সকাল ১১টার সময় বিধানসভায় আস্থাভোট প্রক্রিয়া শুরু হবে। আস্থাভোট শেষ করতে হবে বিকেল ৫টার মধ্যে বলে নির্দেশ দেয় আদালত। ফলে স্বভাবিকভাবেই আরও চাপের মুখে পড়ে যান উদ্ধব ঠাকরে।
বিদ্রোহী শিবির অর্থাৎ একনাথ শিণ্ডেদের উদ্দেশে আবেগঘন বার্তা দেন উদ্ধব। তিনি বলেন, ‘কার উপর রাগ আপনাদের। কোনও সমস্যা হলে আপনারা ‘মাতোশ্রী’তে আসতে পারতেন। সুরাত বা গুয়াহাটি যাওয়ার কী প্রয়োজন ছিল?’ উদ্ধব ঠাকরে আরও বলেন, ‘আমি ইস্তফা দিচ্ছি। মহারাষ্ট্রের মানুষের আশীর্বাদ আমি পেয়েছি। এটাই আমার জন্য অনেক।’