কেদারনাথ মন্দিরে নিষিদ্ধ হল মোবাইলের ব্যবহার। এখন থেকে মন্দিরে ছবি বা ভিডিও তোলা যাবে না, জানিয়ে দিলেন কর্তৃপক্ষ। মন্দির চত্বরে বেশ কয়েকটি বোর্ড টাঙিয়েছে শ্রী বদ্রিনাথ-কেদারনাথ মন্দির কমিটি। তাতে হিন্দি এবং বাংলায় নির্দেশিকা দেওয়া হয়েছে। লেখা হয়েছে, ‘মন্দির চত্বরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। কোনও ধরনের ছবি বা ভিডিও তোলা যাবে না। আপনি সিসি ক্যামেরার নজরদারিতে রয়েছেন।’
সম্প্রতি উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের সামনে প্রেমিককে প্রেম প্রস্তাব দেন এক মহিলা ব্লগার। সেই নিয়ে বিতর্ক তৈরি হয়। তার পরেই এই পদক্ষেপ করলেন মন্দির কর্তৃপক্ষ। শুধু তাই নয়, সংবাদ সংস্থা এএনআই-কে মন্দির কমিটির প্রেসিডেন্ট অজয় অজেন্দ্র জানান, পুণ্যার্থীদের ‘শালীন পোশাক’ পরার আবেদন জানানো হয়েছে। তিনি আরও জানান, বদ্রীনাথ মন্দির থেকে এখনও পর্যন্ত কোনও ‘অশালীন’ আচরেণ অভিযোগ মেলেনি। তাই সেখানে মোবাইল ব্যবহারে কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি।
এমনকী, মন্দির চত্বরে তাঁবু খাটানো যাবে না। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, নির্দেশ না মানলে আইনি পদক্ষেপ করা হবে। বলে রাখা ভাল, উত্তরাখণ্ডের কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরের পরিচালনার দায়িত্বে রয়েছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি।