প্রতিবেশীর হাতে বোনকে আক্রান্ত হতে দেখে বাঁচানোর চেষ্টা চালায় দুই নাবালক দাদা। আর তাতেই ওই দুই নাবালককে বাঁশ ও লাঠি দিয়ে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, কালিয়াচক থানার নয়াগ্রাম মহেশপুর এলাকায়। এই ঘটনায় হামলাকারী আসাদুল্লাহ শেখ, ওসমান শেখ সহ পাঁচজনের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত দুই নাবালকের পরিবার। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ চালানো শুরু করেছে পুলিশ। পাশাপাশি আহত দুই নাবালককে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত দুই জনের নাম শোয়েব আক্তার (১৬) এবং তার ভাই সাইল শেখ (১৩)। দু’জনেই স্থানীয় একটি স্কুলের দশম এবং সপ্তম শ্রেণির ছাত্র। এদিন সকালে নিজের বোন তামান্না খাতুনকে প্রতিবেশী কয়েকজনের হাতে লাঞ্ছিত হতে দেখে প্রতিবাদ জানায় ওই দুই নাবালক দাদা। চোখের সামনে বোনকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই প্রতিবাদ করতে গেলে ওই নাবালক দুজনকেই অভিযুক্তরা ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতেরা উদ্ধার হয়। পরে তাদের চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে নিয়ে আসার ব্যবস্থা করা হয়।
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, পুরনো একটি পারিবারিক বচসাকে কেন্দ্র করে এই গোলমালের ঘটনাটি ঘটেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।