কলকাতা : বহু প্রতীক্ষিত আড়াই ঘন্টার বৈঠকের নির্যাস ফলপ্রসূ নয়। রাজ্য সরকারের তরফে মুখ্যসচিব ডঃ মনোজ পন্থর নেতৃত্বে সোমবারের বৈঠকটি নিষ্ফলা। সিনিয়র চিকিৎসকদের এক প্রতিনিধি দল সেখানে বৈঠকে যোগদান করেন। হাসপাতালে দুর্নীতি চক্রের কথা জানানো হয়েছে। জুনিয়র চিকিৎসকদের দশ দফা দাবির সমর্থনে আলোচনাও শুরু হয়। যদিও তা নিয়ে কোনওরকম সদর্থক ভূমিকা পালনের খবর নেই। তবে, ওই বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম অনুপস্থিত ছিলেন। রাজ্য সরকারের তরফেও লিখিত বক্তব্য দেওয়া হয়নি। তাদের দাবি, হালকা চালে ভাসা ভাসা বেশ কিছু প্রস্তাব তথা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যা নিয়ে তাদের প্রবল আপত্তি।
মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর হতাশ সিনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা। তাদের আরও বক্তব্য, ওই সমস্যার সমাধানে সদিচ্ছা নেই সরকার পক্ষের। তবে, জুনিয়র চিকিৎসকদের অনশন কর্মসূচিতে স্বাস্থ্যের হাল হকিকত নিয়ে উদ্বেগ রয়েছে।
সেকথাও পাল্টা জানান, মুখ্যসচিব ডঃ মনোজ পন্থ। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। তবে প্রতিটি ক্ষেত্রেই টাইমলাইন বেঁধে কাজের অগ্রগতি বলা সম্ভব নয়। ইতিমধ্যেই দশ দফা দাবির মধ্যেই সাতটি দাবিতে কাজ এগিয়েছে। তবে, তিনটি দাবি নিয়ে দু’ পক্ষের মধ্যেই মতের অমিল রয়েছে।