কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনছে তৃণমূল : স্মৃতি ইরানি

কলকাতা : আইপ্যাকের অফিসে ইডি-র অভিযানের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ শানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমতাবস্থায় বিজেপি নেত্রী স্মৃতি ইরানি বললেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনছে তৃণমূল।

শনিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মৃতি ইরানি বলেন, “তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) জানেন না যে, ইডি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে না। তিনি অমিত শাহের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন, সম্ভবত এই বিষয়টি না জেনেই যে ইডি একটি স্বাধীন তদন্তকারী সংস্থা। আপনি যদি কার্যপ্রণালী বিধি দেখেন, এমনকি সাংবিধানিকভাবেও, ইডি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাবদিহি করে না।”

বিজেপি নেত্রী স্মৃতি ইরানি বলেছেন, “ভারতের ইতিহাসে কোনও ভারতীয় এমন দৃশ্য দেখেনি, যখন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে একটি হাওয়ালা কেলেঙ্কারির অভিযান চলছে, অভিযুক্তদের রক্ষা করার জন্য নিজে পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হন। মমতা বন্দ্যোপাধ্যায় যে গতি ও তৎপরতা নিয়ে অভিযানে জড়িতদের রক্ষা করতে পুলিশ-সহ ঘটনাস্থলে পৌঁছেছেন, তা নজিরবিহীন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =