সিপিএমের প্রাক্তন বিধায়ককে ঘরছাড়া করার হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতির

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: নির্বাচনী সভামঞ্চ থেকে সিপিএমের প্রাক্তন বিধায়ক তথা কেন্দ্রীয় কমিটির নেতাকে ঘরছাড়া করার হুঁশিয়ারি দিলেন তৃণমূল ব্লক সভাপতি।
তালডাংরার বিবড়দার নির্বাচনী সভা থেকে নাম করে তালডাংরার প্রাক্তন সিপিএম বিধায়ক তথা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্রকে হুঁশিয়ারি দিয়ে তৃণমূল ব্লক সভাপতি তারাশঙ্কর রায় বলেন, ‘অমিয়বাবু তালডাংরা বাজারে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন খান, খেয়ে ঘর ঢুকে যান। তৃণমূল কংগ্রেস খেপলে তালডাংরায় থাকতে দেব না, ঘর ছাড়া করে দেব।’
উল্লেখ্য, বুধবার সন্ধ্যা নাগাদ ত্রিস্তরীয় পঞ্চায়েত প্রার্থীদের সমর্থনে তালডাংরার বিবড়দায় এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বক্তব্য রাখতে উঠে তৃণমূলের ব্লক সভাপতি বলেন, ‘সিপিএমের আমলে আইসিডিএস ßুñল বা আশাকর্মী হিসেবে চাকরি হত সিপিএম নেতার স্ত্রীদের বা তাঁদের পরিবারের সদস্যের। তখন কি গরিব মানুষদের কথা ভুলে গিয়েছলেন? আজ গরিবদের নিয়ে কথা বলছেন।’ তাঁর সংযোজন, ‘আপনি বারবার বলতেন, লক্ষীর ভান্ডার ভিক্ষা, তাহলে আপনি কেন এখন বলছেন লক্ষীর ভান্ডার আমরা তুলে দেব না, একশো দিনের কাজের টাকা তৃণমূল আটকে রেখেছে। এই সব মিথ্যা অপ্রচার করা বন্ধ করুন। তালডাংরা বাজারে দাড়িয়ে সিগারেট খাচ্ছেন খান, আর খেয়ে ঘর ঢুকে যান। তৃণমূল খেপলে তালডাংরায় থাকতে দেব না, ঘর ছাড়া করে দেব।’
অন্যদিকে, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তালডাংরার প্রাক্তন সিপিএম বিধায়ক তথা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র বলেন, ‘উনি কিছুটা পরাজয়ের আতঙ্কে ভীত, খানিকটা প্রলাপ বকছে বলে মনে হল। তবে এই বক্তব্যের প্রতিক্রিয়া আমার পক্ষে দেওয়াটা আমার রুচির বলে আমি মনে করি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =