রবিবার কোনও ভাবেই হচ্ছে না হাওড়া-এসপ্ল্যানেডের মধ্যে মেট্রোর ট্রায়াল রান, এমনটাই একেবারে বিবৃতি দিয়ে জানান কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তবে শুক্রবার সকাল থেকে এই খবর বেশ সাড়া ফেলে কলকাতা এবং হাওড়াবাসীর মধ্যে। কারণ, এদিন সকাল থেকেই বেশ কিছু সংবাদ পোর্টালে জানানো হয় যে, মাঝে শনিবার বাদ দিয়ে রবিবারই ইস্ট-ওয়েস্ট করিডরে হাওড়া থেকে এসপ্ল্যানেডের মধ্যে ছুটবে মেট্রো। তাতে খুশি হন কলকাতা থেকে হাওড়াবাসী প্রত্যেকেই। কারণ, এই দুই শহরের মধ্যে মেট্রো কবে যোগসূত্র স্থাপন করবে তার জন্য অপেক্ষায় রয়েছেন প্রত্যেকেই। এখানে একটা কথা বলে রাখা শ্রেয়, পোর্টালে হেডিং-এ যাই বলা থাকুক না কেন খবরে ছিল সাধারণের জন্য রবিবার ছুটবে না মেট্রো। ট্রায়াল রান মাত্র। এদিকে এরপরই একেবারে খোদ কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, মোটেই এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি কলকাতা মেট্রোর তরফ থেকে। ফলে একেবারে আশায় জল পড়ে দুই শহরের বাসিন্দাদের। তবে মুখ্য জনসংযোগ আধিকারিক এটাও জানান যে, রবিবার এসপ্ল্যানেড এবং হাওড়ার মধ্যে ট্রায়াল রান না করা হলেও খুব শিগ্গিরই তা হবে। আর তার আগে কলকাতা মেট্রোর থেকে তা জানিয়েও দেওয়া হবে।