এগিয়ে এল ‘বাগী ৪’র ট্রেলার লঞ্চ, কেন?

সংবাদমাধ্যমে আগেই খবর ছিল সাজিদ নাদিয়াদওয়ালা ‘বাগী ৪’র (Bagghi 4) ট্রেলার লঞ্চ করবেন ৩০ অগস্ট। কিন্তু, একদিন আগেই হবে ট্রেলার লঞ্চ। তাও আবার বিগ বস ১৯’র মঞ্চে। শোনা যাচেছ, ট্রেলার লঞ্চের সময় মঞ্চে উপস্থিত থাকবেন ভাইজান সলমন খান (salmn Khan), সিনেমার স্টার কাস্ট টাইগার শ্রফ (Tiger Shroff), সোনম বাজওয়া ও হরনাথ সান্ধু।

উল্লেখ্য, এই প্রথম বার বিগ বস মঞ্চে কোনও সিনেমার এক্সক্লুসিভ প্রিভিউ হবে, ডিজিটাল প্ল্যাটফর্মে ট্রেলার ৩০ অগস্টই মুক্তি পাবে। ট্রেলারের শুরুতেই টাইগার ও ভিলেন সঞ্জয় দত্তের ফেস অফ দেখানো হয়েছে। বাগী’র বাকি তিনটে ইনস্টলমেন্টে ফ্যামিলি অ্যাকশন দেখানো হয়েছে, তবে, বাগী ৪ অন্য। থাকবে বিপুল অ্যাকশন।

বাগী ৪ ছাড়াও টাইগারের ঝুলিতে এখন রয়েছে করণ জোহরের ব্যানারের নীচে তৈরি সিনেমা ‘লগ যা গলে’, নির্দেশক হিসেবে কাজ করবেন রাজ মেহতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =