বয়স মাত্র ১৭। জাতীয় স্তরের ভারোত্তলক। তাঁর কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো হাত পা ঠান্ডা করে দেবে। ভয়ঙ্কর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। রাজ্য স্তরে সোনা জিতেছে যস্তিকা আচার্য। দেশের ভবিষ্যৎ তারকা। তরুণী এই ভারোত্তলক জিমে ওজন তুলছিলেন। হঠাৎই ঘাড়ে পড়ে সেই ওজন। তাকে দ্রুত চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মুহূর্তেই সব শেষ।
ঘটনাটি রাজস্থানের। সম্প্রতি ২৯তম রাজস্থান স্টেট সাব জুনিয়র এবং সিনিয়র স্তরে প্রতিযোগিতায় সোনা জিতেছে। রাজস্থানের বিকানিরে একটি জিমে ট্রেনিং করছিল যস্তিকা। বারবেলে ২৭০ কেজি ওজন নিয়ে তুলছিলেন। পিছনে সাপোর্ট দেওয়ার জন্য ট্রেনারও ছিলেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা। সন্ধ্যা ৭টা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, ২৭০ কেজি ওজন নিয়ে স্কোয়াট মারার চেষ্টা করছিল যস্তিকা। ট্রেনারের তদারকিতেই এই ট্রেনিং করছিল। ভারসাম্য হারিয়ে ফেলে যস্তিকা। ওজন পড়ে তার ঘাড়ে। সেটি ফ্লোরে পড়ে। যস্তিকা তখনই লুটিয়ে পড়ে। সূত্রের খবর, তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু জ্ঞান ফেরানো যায়নি। চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। এই মর্মান্তিক ভিডিয়ো অস্বস্তিও তৈরি করেছে।