জেলাজুড়ে লাগু হল তামাকজাত দ্রব্য ব্যবহার আইন 

সুজিত ভট্টাচার্য

পূর্ব বর্ধমান জেলা জুড়ে এবার লাগু হল তামাকজাত দ্রব্য ব্যবহার আইন। পাবলিক প্লেসে ধূমপান করা আইনত অপরাধ। যদি কাউকে এবার পাবলিক প্লেসে ধূমপান করতে দেখা যায়, তা হলে তার বিরুদ্ধে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানানো হল প্রশাসনের পক্ষ থেকে। শুধু তাই নয়, যে কোনও দোকান থেকে ১৮ বছরের নীচে বয়স্কদের নেশা জাতীয় দ্রব্য বা তামাক জাতীয় দ্রব্য বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হল। দোকানদারকে হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে। এই নির্দেশিকা অমান্য করলে জরিমানা পর্যন্ত হতে পারে। এছাড়াও যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ড সহ টাউনহল এলাকাগুলোতে তামাক জাতীয় দ্রব্য ব্যবহারে রাশ টানার জন্য সচেতনতা মূলক প্রচার করা হয়। প্রতি সপ্তাহে বিভিন্ন অঞ্চল জুড়ে চলবে এই সচেতনতা মূলক প্রচার। সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডক্টর শুভ্রজিৎ রায়চৌধুরী, হেলথ ডিপার্টমেন্টের আধিকারিক, ফুড সেফটি অফিসার থেকে শুরু করে সমাজসেবী সুবর্ণময়ী সামন্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা। সোমবার যেহেতু সচেতনতা অভিযানের প্রথম দিন, তাই সোমবার থেকে জরিমানা চালু করা না হলেও পরবর্তী ক্ষেত্রে নির্দেশ অমান্য করলে জরিমানা করা হবে বলে জানানো হয়েছে। তার আগে সচেতনতার জন্য একটি ট্যাবলোর মাধ্যমে মাইকিং করা হবে শহরজুড়ে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =