মিনি ডার্বি জিতলেই খেতাব প্রায় নিশ্চিত ইস্টবেঙ্গলের

পরের মাসের শুরুতে আইএসএলের প্রথম মিনি ডার্বি। তার আগে শুক্রবার কলকাতা লিগে ছোটদের ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মহমেডান।‌ এদিন জিতলেই খেতাব প্রায় নিশ্চিত বিনো জর্জের দলের। সুপার সিক্সের বাকি চার ম্যাচ থেকে চার পয়েন্ট চাই লাল হলুদের। কাস্টমস এবং সুরুচি সংঘকে হারিয়ে ঘরোয়া লিগের সুপার সিক্স পর্ব শুরু করেছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ মহমেডান খেতাব দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ডায়মন্ড হারবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকলেও কিছুটা পিছিয়ে পড়েছে। যার ফলে ইস্টবেঙ্গলের রাস্তা পরিষ্কার। নৈহাটি স্টেডিয়ামে মহমেডানকে হারাতে পারলেই খেতাব প্রায় নিশ্চিত। অঙ্কের বিচারে বাকি তিন ম্যাচ থেকে লাগবে এক পয়েন্ট। লাল হলুদের জুনিয়র ব্রিগেড যে ফর্মে আছে, এই লক্ষ্যমাত্রা একেবারে হাতের মুঠোয়। ইতিমধ্যেই ট্রফির গন্ধ পেতে শুরু করেছে ইস্টবেঙ্গল।

শুক্রবার সাদা কালো ব্রিগেডকে হারিয়ে খেতাবের দিকে আরও একধাপ এগোতে চাইছেন জেসিন টিকে, অমন সিকেরা। কোচ বিনো জর্জ বলেন, ‘মহমেডানের বিরুদ্ধে মাঠ ভরানোর জন্য আমি ইস্টবেঙ্গল সমর্থকদের আবেদন করব। আমরা যেভাবে খেলছি, সেই ছন্দই ধরে রাখতে চাই। আমরা এবার আক্রমনাত্মক ফুটবল খেলছি। মহমেডানের বিরুদ্ধেও তাই খেলব। ওরা শক্তিশালী দল। কিন্তু আমরা জয় ছাড়া কিছু ভাবছি না।’ এবার দারুণ খেলছে লাল হলুদ। ১৪ ম্যাচের মধ্যে ১৩টিতেই জিতেছে। একটি মাত্র ড্র। কোনও হার নেই। ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিল শীর্ষে। সমসংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা ডায়মন্ড হারবারের পয়েন্ট ৩৬। মহমেডানকে হারাতে পারলেই লিগ জয়ের পথে আরও এক পা বাড়িয়ে দেবে ইস্টবেঙ্গল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − ten =