কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি যৌথ সংগ্রামী মঞ্চের

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: আগামী ৮ জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দিলেন যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা।
শুক্রবার থেকে পূর্ব বর্ধমান জেলায় শুরু হয় ভোট কর্মীদের প্রশিক্ষণ শিবির। আর প্রশিক্ষণ শিবিরে ঢোকার আগে বিক্ষোভ মিছিলে সামিল হন তাঁরা। ‘প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী পাব না, ভোট নিতে যাব না’, ‘কাকদ্বীপ থেকে কোচবিহার, কেউ আর নয় রাজকুমার’ এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিলে যোগ দেন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা।
যৌথ সংগ্রামী মঞ্চের সদস্য আমজাদ আলি জানান, শুক্রবার তাঁরা প্রশিক্ষণ কেন্দ্রে হাজির হয়েছেন এবং হাজিরা খাতায় স্বাক্ষরও করেন। কিন্তু প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নেননি। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা এবং তাঁদের নিরপেক্ষভাবে কাজ করার অধিকার সুনিশ্চিত করার মাধ্যমে ভোটকর্মীদের নিরাপত্তা আগে সুনিশ্চিত করতে হবে, তবেই তাঁরা ভোট কেন্দ্রে যাবেন। নাহলে তাঁরা ডিসিআরসিতেও এই দাবিতে বিক্ষোভ দেখাবেন। শুধু তাইই নয়, প্রয়োজনে তাঁরা বুথ থেকে বেডিং নিয়েই ফিরে আসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =