পুজোর থিমে সবুজায়নের বার্তা শ্যামনগরের ব্যানার্জি পাড়ায়

নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর:উন্নয়নের নামে চারিদিকে চলছে বৃক্ষছেদন। আর গাছ কেটে গড়ে উঠছে বড় বড় অট্টালিকা। বৃক্ষছেদনের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিতে পুজোর থিম ভাবনা ‘সবুজায়ন’। উত্তর শহরতলির শ্যামনগর ব্যানার্জি পাড়া বটতলা সম্মিলিত যুবক বৃন্দের ৫৪ তম বর্ষের ভাবনা ‘ সবুজের আশীর্বাদ’। কয়েকটাদিন অবিরাম বৃষ্টির জেরে মণ্ডপ তৈরির কাজ থমকে গিয়েছিল। এবার জোরকদমে চলছে কাজ। সুন্দরবন থেকে আগত শিল্পীরা সবুজায়নের ভাবনা তুলে ধরতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
শিল্পী শুভেন্দু দলুই বলেন, মণ্ডপের ভেতরে সবুজায়নের লক্ষে কাশফুল থেকে শুরু করে ঘাস,গাছ-গাছালির সম্ভার থাকছে। তাছাড়া ফোমের রঙিন কারুকার্যও থাকছে। মণ্ডপের বাইরে থাকছে বৃক্ষছেদনের ক্ষতিকারকের দিকগুলো। গাছ কাটার জন্য যেমন দূষণ বাড়ছে। তেমনই পরিবেশে অক্সিজেনের যোগানও কমছে। তাই মণ্ডপের বাইরে স্থান পেয়েছে বিশালাকার এক রাক্ষস। শিল্পীরা রাক্ষসকে দিয়ে বোঝাতে চাইছেন, বৃক্ষছেদন নামক ‘রাক্ষস’ কীভাবে প্রকৃতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রকৃতিকে যাতে রাক্ষস গ্রাস করতে না পারে। সেদিকেই নজর থাকছে শিল্পী ও পুজো উদ্যোক্তদের। মন্ডপ জুড়ে থাকছে, একটি গাছ একটি প্রাণ স্লোগানও। পুজো উদ্যোক্তাদের কথায়, বিশ্ব উষ্ণায়নের হাত থেকে প্রকৃতিকে একমাত্র রক্ষা করতে পারে সবুজায়ন। সেদিকে নজর রেখেই এবার দর্শকদের অভিনব থিম উপহার দিতে চলেছে তুলে শ্যামনগর ব্যানার্জি পাড়ার সম্মিলিত যুবকবৃন্দ। পুজো কমিটির সম্পাদক সুজয় দাস বলেন, ‘মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা গড়া হচ্ছে। এলাকার অসহায় মানুষজনকে তারা পুজোয় নতুনবস্ত্রও উপহার দেবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 7 =