সুইসরা হারাল হাঙ্গেরিকে

ইউরো কাপে গ্রুপ এ-তে আগের রাতে জয় দিয়ে শুরু করেছিল আয়োজক জার্মানি। গ্রুপ এ-র অন্য ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল হাঙ্গেরি ও সুইৎজারল্যান্ড। সুইসদের বিরুদ্ধে মরণ কামড়েও খিদে মেটেনি হাঙ্গেরির। ‘দুয়া’ কাজ করল সুইৎজারল্যান্ডের। হাঙ্গেরির বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জিতে ইউরো কাপে যাত্রা শুরু করল সুইৎজারল্যান্ড। গ্রানিত জাকাদের কাছে স্বপ্নের শুরুও বলা যায়।

ম্যাচ শুরুর ১২ মিনিটের মধ্যেই অ্যাডভান্টেজ সুইৎজারল্যান্ডের। কোয়াদো দুয়ার গোলে এগিয়ে যায় সুইৎজারল্যান্ড। এক গোল কখনোই সুরক্ষিত নয়। ফুটবল যাঁরা বোঝেন, তাঁদের কাছে এই কথাটা বড্ড পরিচিত। তেমনই সুইস প্লেয়ারদের কাছেও। আর সেই কথা ভোলেনি তারা। প্রথমার্ধের শেষ মুহূর্তে সুইৎজারল্যান্ডের লিড ২-০ করেন মিশেল অ্যাবিশের। যদিও দ্বিতীয়ার্ধে কিছুক্ষণের প্যানিক সুইস শিবিরে।

খেলার বিপরীতেই যেন এমন ঘটনা। ধারাবাহিক চাপ তৈরি করতে করতে অবশেষে সাফল্য পায় হাঙ্গেরি। গোলের সুযোগ মিসের ১ মিনিটের মধ্যেই দ্বিতীয় সুযোগ কাজে লাগানো। ম্যাচের ৬৬ মিনিটে জোবোসলাইয়ের দুর্দান্ত ক্রসে ডাইভিং হেডারে গোল করেন বার্নাবাস ভার্গা। হাঙ্গেরি যে ভাবে চাপ তৈরি করছিল, তাতে মনে হয়েছে, অন্তত ১ মিনিট মাঠ ছাড়তেই পারে। যদিও গ্যাপ কমাতে ব্যর্থ হাঙ্গেরি। উল্টে অ্যাডেড টাইমে সুইৎজারল্যান্ডের পক্ষে স্কোরলাইন ৩-১ করেন এমবোলো।

পরিবর্ত হিসেবে নেমেছিলেন এমবোলো। অ্যাডেড টাইমে প্রতিপক্ষ ডিফেন্সের ভুলে বল পান সুইস ফুটবলার। গোলকিপারের উপর দিয়ে জালে বল জড়ান। চোটের জন্য দীর্ঘ এক বছর মাঠের বাইরে ছিলেন এমবোলো। প্রত্যাবর্তন হল গোল দিয়েই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 9 =