হুগলি: অবশেষে পালিয়ে যাওয়া সুপারি কিলার ধরা পড়ল পুলিশের জালে। পুলিশে হাতে ধরা পড়ার পরেই তাঁর সাফাই ফাঁসির ভয়েই পুলিশের ভ্যান থেকে নাকি সে পালিয়ে যায়। প্রসঙ্গত, গত ১৬ মে শ্রীরামপুর মহকুমা আদালতে যাওয়ার পথে পালিয়ে যায় পেশায় সুপারি কিলার কৃষ্ণ সরকার। গত মাসেই পারিবারিক বিবাদের জেরে শ্রীরামপুর থানার দাসপুরে খুন হন গৌতম দাস নামে এক প্রৌঢ়। সেই ঘটনাতেই গৌতমবাবুর ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। ভাইকে জেরা করেই পুলিশ কৃষ্ণকে এই ঘটনায় গ্রেপ্তার করে। কিন্তু গত ১৬ তারিখ আদালতে যাওয়ার পথে প্রিজন ভ্যান থেকেই কৃষ্ণ উধাও হয়ে যায়। এরপর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু তার মধ্যেই কৃষ্ণর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওঠে। শ্রীরামপুর থেকেই এক কিশোরকে অপহরণ করার অভিযোগ ওঠে ওই সুপারি কিলারের বিরুদ্ধে। অবশেষে পুলিশ ঠিক এক মাসের মাথায় নদিয়া জেলার ধানতলা থানা এলাকা থেকে কৃষ্ণকে গ্রেপ্তার করে। পাশাপাশি অপহরণ করা কিশোরও উদ্ধার হয়। যদিও কৃষ্ণর দাবি, ওই কিশোর তাঁর সঙ্গী ছিল। তাকে অপহরণ করা হয়নি। সে স্ব-ইচ্ছাতেই কৃষ্ণর সঙ্গে চলে যায়। পুলিশ সূত্রে খবর শ্রীরামপুরের এক পরিচিতকে ফোন করাই নাকি কাল হয়েছে কৃষ্ণর। সেই ফোনের কল ট্র্যাক করেই কৃষ্ণ ফের পুলিশ হেপাজতে। শ্রীরামপুর আদালতে যাওয়ার পথে অসহায় কৃষ্ণর স্বীকারোক্তি আমি ফাঁসির ভয়েই পালিয়েছিলাম। সবমিলিয়ে এদিন ওই সুপারি কিলারকে কঠোর নিরাপত্তার মাধ্যমে কোর্টে তোলে পুলিশ।