কন্যাশ্রীর টাকায় ব্লিচিং পাউডার ও চুন ঝোপেঝাড়ে ছড়াল ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: দুয়ারে কন্যাশ্রীর ছাত্রীরা নিল অভিনব উদ্যোগ। সাপ এবং মশার উপদ্রবের হাত থেকে বাঁচতে কন্যাশ্রী প্রকল্পের টাকা দিয়ে ব্লিচিং পাউডার ও চুন কিনে গ্রামের ঝোপেঝাড়ে ছড়াল ওই ছাত্রীরা।
বর্ষাকালে বৃষ্টির জলে বাড়ির আশপাশ, বন জঙ্গল এবং পরিত্যাক্ত জায়গা ভরে যায় আগাছা ঘন জঙ্গলের কারণে। এই সময় গ্রামাঞ্চলে সাপের উপদ্রব বেশি দেখা যায় এবং গ্রামাঞ্চলে সাপের কামড়ে বহু মানুষের প্রাণহানি ঘটে। উপদ্রব বাড়ে মশারও। তাই এই সাপ এবং মশার উপদ্রবের হাত থেকে বাঁচতে ইন্দাস ব্লকের রাজ খামার হাই ßুñলের কন্যাশ্রী প্রাপক ছাত্রীরা নিজেদের কন্যাশ্রী প্রকল্পের টাকা বাঁচিয়ে দোকান থেকে ব্লিচিং পাউডার ও চুন কিনে রাজ খামার গ্রামের প্রত্যেকটি বাড়ির আনাচে-কানাচে ঝোপেঝাড়ে গিয়ে ছড়াল।
পাশাপাশি গ্রামবাসীকে সচেতন করল সাপের হাত থেকে কী ভাবে রক্ষা পাওয়া যাবে, বাড়ির চারিদিক কী ভাবে পরিষ্কার রাখতে হবে, এলাকার কন্যাশ্রী প্রাপক ছাত্রীদের এই ধরনের উদ্যোগ দেখে খুশি গ্রামের মানুষজন। এমনকি খুশি ßুñলের প্রধান শিক্ষকও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − one =